লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Honda CB350RS 2025 Launched: নতুন কালার সহ আরও বেশি শক্তি, Honda CB350RS ও Hness CB350 2025 মডেল বাজারে লঞ্চ হল | Honda Hness CB350 2025 Price

Published on:

হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া (Honda Motorcycles and Scooters India) সম্প্রতি CB350RS বাইকের ২০২৫ মডেল লঞ্চ করর। এর পাশাপাশি, Honda Hness CB350 এর ২০২৫ মডেলের উপর থেকেও পর্দা সরানো হয়েছে। নয়া মডেলে বিভিন্ন রঙের অপশন ছাড়াও পাওয়ারট্রেনে পরিবর্তন দেখা যাবে। আসুন হোন্ডার উভয় বাইকের ফিচার, ইঞ্জিন এবং দাম জেনে নেওয়া যাক।

নতুন কালার অপশন সহ এসেছে Honda CB350RS ও Hness CB350 2025 মডেল

নতুন হোন্ডা CB350RS বাইকটি DLX এবং DLX প্রো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এরমধ্যে DLX ভ্যারিয়েন্টে ২টি নতুন পেন্ট স্কিম দেখা যাবে, যার মধ্যে আছে পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডীপ গ্রাউন্ড গ্রে। অন্যদিকে DLX প্রো ভ্যারিয়েন্ট নতুন ম্যাট এক্সিস গ্রে মেটালিক এবং রেভেল রেড মেটালিক কালার অপশনে এসেছে। আগের শেড পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল ডীপ গ্রাউন্ড গ্রে কালারেও এটি পাওয়া যাবে।

READ MORE:  MG Comet EV Blackstrom Edition Launched: বড় চমক নিয়ে হাজির দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি, চালাতে খরচ মাত্র ২.৫ টাকা | MG Comet EV Blackstrom Edition Price

Honda CB350RS 2025 এর ইঞ্জিন ও দাম

নতুন পেন্ট স্কিমের পাশাপাশি মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড প্যানেলে টুইকড ডেকাল দেখা যাবে। এতে ৩৪৮.৩৬ সিসি, এয়ার-কুলড মোটর দেওয়া হয়েছে, যা ২১.৭৮ বিএইচপি পাওয়ার এবং ৩০ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। নতুন CB350RS এখন DLX ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,১৫,৫০০ টাকা এবং DLX প্রো ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,১৮,৮৫০ টাকা।

READ MORE:  গাড়ির জন্য কীভাবে পাবেন BH সিরিজ নম্বর প্লেট? কারা যোগ্য, কী লাগবে, সবটা জানুন | How to Get a BH Number Plate

Honda Hness CB350 2025 এর দাম

অন্যান্য দিকে, নতুন হোন্ডা Hness CB350 এর 2025 মডেল মোট ৩টি ভ্যারিয়েন্টে উপলব্ধ – DLX, DLX Pro এবং DLX Pro Chrome। এর এক্স-শোরুম দাম ২.১০ লাখ থেকে ২.১৫ লাখ টাকার মধ্যে। ইঞ্জিন হিসাবে বাইকে ৩৪৮.৩৬ সিসি, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে যা ২০.৭৮ বিএইচপি পাওয়ার এবং ৩০ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

READ MORE:  Royal Enfield Scram 411-এর বিক্রি বন্ধ হল, পরিবর্তে মিলবে আরও শক্তিশালী Scram 440

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.