Honda Elevate SUV Sale: মেড-ইন-ইন্ডিয়া গাড়ির হাত ধরে বড় সাফল্য, হোন্ডার এই SUV স্পর্শ করল ১ লক্ষ বিক্রির মাইলস্টোন | Honda Elevate SUV Price
ভারতে এখন হোন্ডার সবথেকে জনপ্রিয় গাড়ি বলতে পারেন Elevate। কারণ এটি লঞ্চের মাত্র ১৮ মাস হয়েছে, তার মধ্যে ১ লাখ বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে গাড়িটি। Honda Elevate SUV দেশের বাজারে Hyundai Creta Kia Seltos, Maruti Vitara এর মতো বড় গাড়িগুলিকে টেক্কা দেয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাজারে আসে এই চার চাকা। ভারতে গাড়িটি ১১ লাখ (এক্স-শোরুম) টাকায় লঞ্চ হয়েছিল।
Elevate, শুধু ভারতে নয়, অন্যান্য দেশেও বিক্রি করে হোন্ডা। চলতি বছর জানুয়ারি পর্যন্ত দেশের মধ্যে মোট ৫৩,৩২৬টি ইউনিট বিক্রি করেছিল কোম্পানি, আর রফতানি করা হয়েছে ৪৭,৬৫৩টি ইউনিট। এই গাড়ি জাপান, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানের মতো দেশে রফতানি করা হয়। এটা হোন্ডার প্রথম মেড ইন ইন্ডিয়া গাড়ি যা জাপানে লঞ্চ করেছিল কোম্পানি।
ভারতে হোন্ডা এলিভেটের দাম শুরু ১১.৯১ লাখ টাকা থেকে। টপ মডেলের দাম ১৬.৭৩ লাখ টাকা। মনে রাখবেন, এটি অন-রোড প্রাইস নয়। এই গাড়ি – SV, V, VX, ZX চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সম্প্রতি ZX ভ্যারিয়েন্টের উপর নতুন সিগনেচার ব্ল্যাক এডিশন লঞ্চ করেছে হোন্ডা। কোম্পানির দাবি, অর্ধেকের বেশি গ্রাহক এই গাড়ির টপ মডেল ZX ভ্যারিয়েন্ট বেছে নিয়েছেন। পাশাপাশি, ১০ জনের মধ্যে ৮ জন ক্রেতা CVT ট্রান্সমিশন পছন্দ করেছেন।
গাড়িতে রয়েছে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন, যা ১১৯ হর্সপাওয়ার এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এর সঙ্গে দু’রকম ট্রান্সমিশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে – একটি ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, আর একটি ৭ স্পিড CVT অটোমেটিক গিয়ারবক্স। গাড়িতে বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ৭ ইঞ্চি সেমি-ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, ADAS, ৬টি এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ইত্যাদি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.