Honda NWX 125 Design: Activa-র থেকেও ভাল স্কুটার আনছে Honda, দুর্দান্ত মাইলেজ সহ পাবেন অসাধারণ লুকস | Honda NWX 125 Scooter Patent Filed in India
Honda তাদের Activa মডেলের হাত ধরে ভারতের দু’চাকা গাড়ির বাজারে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে। এদেশে তাদের জনপ্রিয়তা এতটাই যে স্কুটারের জগতে সমার্থক হয়ে গিয়েছে অ্যাক্টিভার নাম। জাপানি সংস্থাটি এবার ভারতে পোর্টফোলিও সম্প্রসারণের পরিকল্পনা করছে। বিগত কয়েক মাসে NX125, Beat এবং NPF 125 স্কুটারগুলি পেটেন্ট করেছে তারা। এবার হোন্ডার আরেকটি জনপ্রিয় স্কুটার ভারতে আসতে চলেছে বলে খবর সামনে এসেছে।
খুব সম্প্রতি NWX125 নামে আরও একটি স্কুটারের ডিজাইন ভারতে পেটেন্ট করেছে হোন্ডা। আর্ন্তজাতিক বাজারে বিক্রিত এই স্কুটির গঠন কিছুটা Dio মডেলের মতো। স্টাইল বর্তমান প্রজন্মের স্কুটারগুলির থেকে অনেক আলাদা। স্পোর্টি গ্রাফিক্স ও সহজ রাইডিং পজিশনের জন্য পরিচিত এই স্কুটার ভারতে হোন্ডার সুপারহিট প্রোডাক্টে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Honda NWX 125 একটি ১২৪ সিসির এয়ার কুলড ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা ৯.৫ পিএস পাওয়ার এবং প্রায় ১০ নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। স্কুটারটিতে থাকবে পারফরম্যান্স বর্ধিত eSP প্রযুক্তি এবং জ্বালানি সাশ্রয়ী আইডলিং স্টপ অ্যান্ড গো সিস্টেম। ফলে একই সেগমেন্টের অন্যান্য স্কুটির তুলনায় ভালো মাইলেজ প্রদান করতে পারবে এটি।
স্কুটারের ওজন প্রায় ১০৪ কেজি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় ১৩৩ মিমি। এটি চীনে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়। বেস ভার্সনে ড্রাম ব্রেক রয়েছে ও টপ মডেলে কম্বি ব্রেক সিস্টেম উপলব্ধ। ভারতে লঞ্চ হলে TVS Ntorq, Suzuki Bergman, Yamaha Fascino এবং Xoom 125-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। তবে শুধু আইপি সুরক্ষিত রাখতে পেটেন্ট নাকি সত্যিই লঞ্চের উদ্দেশ্য রয়েছে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.