লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Honda Shine: একবার ট্যাঙ্ক ফুল করলেই 585 কিমি.! মাইলেজে সেরা Honda-র এই সস্তা বাইক | Honda Shine 100 Mileage

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে বাজেট ফ্রেন্ডলি বাইকের মধ্যে Honda Shine 100 এখন ক্রেতাদের মন জয় করে নিয়েছে। যারা কম দামে ভালো মাইলেজের একটি টু-হুইলার খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। বর্তমানে বাজারে Honda Shine এর দুটি জনপ্রিয় মডেল রয়েছে। সেগুলি হল Shine 100 এবং Shine 125। কিন্তু কম দামের মধ্যে যদি বেশি মাইলেজ চান, সেক্ষেত্রে Shine 100 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। চলুন দেখে নেওয়া যাক, এই বাইকটির সেরা কিছু ফিচার সম্পর্কে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

একবার ট্যাঙ্ক ফুল করলেই 585 কিমি.!

Honda Shine 100 এর গুরুত্বপূর্ণ আকর্ষণ হল এর মাইলেজ। রিপোর্ট অনুযায়ী, এই বাইক প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ দেয়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বাইকটিতে 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকে। অর্থাৎ, একবার যদি ট্যাঙ্ক ফুল করেন তাহলে 585 কিমি. পথ চোখ বন্ধ করে অতিক্রম করতে পারবেন। যারা প্রতিদিন অফিস বা কাজের জন্য বাইক ব্যবহার করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প।

READ MORE:  Ola Electric: 320Km রেঞ্জ, দাম ৮০ হাজারেরও কম, নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগাল Ola | Ola Launches New Electric Scooter

ইঞ্জিন এবং পারফরম্যান্স

প্রথমত, Honda Shine 100-তে একটি 98.98cc-এর 4-স্ট্রোক SI ইঞ্জিন রয়েছে, যা কিনা 7.28 bhp শক্তি ও 8.05 Nm টর্ক উৎপন্ন করে। পাশাপাশি থাকছে 4-স্পিড গিয়ারবক্স, যা ইঞ্জিনকে আরো কার্যকরী ভাবে চালায়। এই ইঞ্জিনটি দীর্ঘস্থায়ী এবং জ্বালানি সাশ্রয়ী। তাই ইঞ্জিন এবং পারফরম্যান্সের দিক থেকে এটি সেরা অপশন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

হালকা ওজন এবং সহজে হ্যান্ডেলিং

Honda Shine 100 এর ওজন মাত্র 99 কেজি, যা বাজারের অন্যান্য বাইকগুলোর তুলনায় অনেকটাই হালকা। উদাহরণস্বরূপ, Hero Splendor Plus-এর ওজন প্রায় 112 কেজি। হালকা হওয়ার কারণে এই বাইকটি শহরের ট্রাফিকের মধ্যে খুব সহজেই চালানো যায় এবং পার্কিং করতেও সুবিধা হয়। 

READ MORE:  Railway Ticket: কীভাবে রেল টিকিট এজেন্টরা সহজেই টিকিট পায়? জেনে নিন তাদের গোপন কৌশল

ডিজাইন এবং ফিচার

Honda Shine 100 এর ডিজাইন একদম সাদামাটা। তবে সাম্প্রতি এর গ্রাফিক্স কিছুটা আধুনিক চেহারায় এনেছে। এই বাইকের পেছনে এবং সামনে রয়েছে ড্রাম ব্রেক। তবে অনেকেই আশা করছেন, ভবিষ্যতে এতে ডিস্ক ব্রেক যুক্ত করা হবে। এই বাইকটি মূলত তরুণ প্রজন্ম, মধ্যবয়সী ও পরিবার সফরের জন্য বেশি উপযোগী। 

Hero Splendor Plus-এর সঙ্গে প্রতিযোগিতা

Honda Shine 100 এর বাজারে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী Hero Splendor Plus। যদিও Hero Splendor Plus দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারের রাজত্ব চালাচ্ছে। তবে Shine 100 কম দামে প্রায় একইরকম পারফরম্যান্স দেয়। ফলে এটি অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

READ MORE:  ছেলে জিতের বিয়েতে স্কুল, হাসপাতালে ১০ হাজার কোটি টাকা দান আদানির

তাই যদি আপনি কম দামে ভালো মাইলেজ এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের একটি টু-হুইলার কিনতে চান, তাহলে Honda Shine 100 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এর 585 কিমি. মাইলেজ, হালকা ওজন এবং উন্নত ইঞ্জিন নিয়মিত ব্যবহারের জন্য অন্যান্য বাইকের তুলনায় সেরা পারফরম্যান্স দেয়। আর একবার কিনলে এই বাইক দীর্ঘদিন নিশ্চিন্তে চালাতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.