Honda Shine: একবার ট্যাঙ্ক ফুল করলেই 585 কিমি.! মাইলেজে সেরা Honda-র এই সস্তা বাইক | Honda Shine 100 Mileage
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে বাজেট ফ্রেন্ডলি বাইকের মধ্যে Honda Shine 100 এখন ক্রেতাদের মন জয় করে নিয়েছে। যারা কম দামে ভালো মাইলেজের একটি টু-হুইলার খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। বর্তমানে বাজারে Honda Shine এর দুটি জনপ্রিয় মডেল রয়েছে। সেগুলি হল Shine 100 এবং Shine 125। কিন্তু কম দামের মধ্যে যদি বেশি মাইলেজ চান, সেক্ষেত্রে Shine 100 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। চলুন দেখে নেওয়া যাক, এই বাইকটির সেরা কিছু ফিচার সম্পর্কে।
Honda Shine 100 এর গুরুত্বপূর্ণ আকর্ষণ হল এর মাইলেজ। রিপোর্ট অনুযায়ী, এই বাইক প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ দেয়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বাইকটিতে 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকে। অর্থাৎ, একবার যদি ট্যাঙ্ক ফুল করেন তাহলে 585 কিমি. পথ চোখ বন্ধ করে অতিক্রম করতে পারবেন। যারা প্রতিদিন অফিস বা কাজের জন্য বাইক ব্যবহার করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প।
প্রথমত, Honda Shine 100-তে একটি 98.98cc-এর 4-স্ট্রোক SI ইঞ্জিন রয়েছে, যা কিনা 7.28 bhp শক্তি ও 8.05 Nm টর্ক উৎপন্ন করে। পাশাপাশি থাকছে 4-স্পিড গিয়ারবক্স, যা ইঞ্জিনকে আরো কার্যকরী ভাবে চালায়। এই ইঞ্জিনটি দীর্ঘস্থায়ী এবং জ্বালানি সাশ্রয়ী। তাই ইঞ্জিন এবং পারফরম্যান্সের দিক থেকে এটি সেরা অপশন।
Honda Shine 100 এর ওজন মাত্র 99 কেজি, যা বাজারের অন্যান্য বাইকগুলোর তুলনায় অনেকটাই হালকা। উদাহরণস্বরূপ, Hero Splendor Plus-এর ওজন প্রায় 112 কেজি। হালকা হওয়ার কারণে এই বাইকটি শহরের ট্রাফিকের মধ্যে খুব সহজেই চালানো যায় এবং পার্কিং করতেও সুবিধা হয়।
Honda Shine 100 এর ডিজাইন একদম সাদামাটা। তবে সাম্প্রতি এর গ্রাফিক্স কিছুটা আধুনিক চেহারায় এনেছে। এই বাইকের পেছনে এবং সামনে রয়েছে ড্রাম ব্রেক। তবে অনেকেই আশা করছেন, ভবিষ্যতে এতে ডিস্ক ব্রেক যুক্ত করা হবে। এই বাইকটি মূলত তরুণ প্রজন্ম, মধ্যবয়সী ও পরিবার সফরের জন্য বেশি উপযোগী।
Honda Shine 100 এর বাজারে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী Hero Splendor Plus। যদিও Hero Splendor Plus দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারের রাজত্ব চালাচ্ছে। তবে Shine 100 কম দামে প্রায় একইরকম পারফরম্যান্স দেয়। ফলে এটি অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।
তাই যদি আপনি কম দামে ভালো মাইলেজ এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের একটি টু-হুইলার কিনতে চান, তাহলে Honda Shine 100 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এর 585 কিমি. মাইলেজ, হালকা ওজন এবং উন্নত ইঞ্জিন নিয়মিত ব্যবহারের জন্য অন্যান্য বাইকের তুলনায় সেরা পারফরম্যান্স দেয়। আর একবার কিনলে এই বাইক দীর্ঘদিন নিশ্চিন্তে চালাতে পারবেন।
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র গরমে আপনার ঘরের ছাদ কি চুল্লীর মত গরম হয়ে যাচ্ছে? AC’ও…
স্মার্টফোন নির্মাতারা হঠাৎই হালকা ও পাতলা ফোন তৈরির দিকে ঝুঁকছে। ফলে সাম্প্রতিক কালে বাজারে আগমন…
হিরো ক্যারিশমা (Hero Karzima) যে বিশাল পুরনো বাইক তা নয়। ২০০০ এর গোড়ায় এই মোটরবাইকটি…
This website uses cookies.