Honda SP 125: ৮০ কিমি প্রতি লিটার মাইলেজ সহ দুর্দান্ত ফিচারে লঞ্চ হল নতুন Honda SP 125 বাইক
ভারতীয় বাজারে নতুন Honda SP 125 বাইকটি লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অসাধারণ মাইলেজ ও উন্নত ফিচারের জন্য এই বাইকটি বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি SP 125-এর Drum ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যা 123.94cc 4-স্ট্রোক ইঞ্জিনে সজ্জিত।
নতুন Honda SP 125 বাইকটি প্রতি লিটারে ৮০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম, যা এই সেগমেন্টে এক বিশেষ আকর্ষণ। শুধু মাইলেজই নয়, এর ড্রাম ব্রেকিং সিস্টেম এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটিও গ্রাহকদের নজর কেড়েছে। সামনের ও পিছনের উভয় চাকা ড্রাম ব্রেকে সজ্জিত, যা নিরাপদ ব্রেকিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
বাইকটি বাজারে একাধিক আকর্ষণীয় রঙে উপলব্ধ:
– ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক
– ম্যাট মার্ভেল ব্লু মেটালিক
– ব্ল্যাক
– ইম্পেরিয়াল রেড মেটালিক
– পার্ল সাইরেন ব্লু
এই রঙের অপশনগুলো বাইকটিকে আরও স্টাইলিশ ও আকর্ষণীয় করে তুলেছে।
Honda SP 125-এ রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার, যার মধ্যে উল্লেখযোগ্য:
– সার্ভিস রিমাইন্ডার
– গিয়ার পজিশন ইন্ডিকেটর
– কম্বি ব্রেক সিস্টেম (CBS)
– সাইড স্ট্যান্ড সেন্সর
– “ডিস্ট্যান্স টু এম্পটি” ফিচার
– দুর্দান্ত বিল্ড কোয়ালিটি
এই সব ফিচার একটি বাজেট ফ্রেন্ডলি বাইকে থাকায় গ্রাহকদের কাছে এটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
বর্তমানে Honda SP 125 বাইকে ৩,০০০ থেকে ৪,০০০ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৮২,০০০ থেকে। ছাড়ের কারণে এটি আরও প্রতিযোগিতামূলক দামে গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে।
নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের জন্য এল এক বড় ধাক্কা। দীর্ঘদিন রান্নার গ্যাসের (LPG Cylinder)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানুষ নিয়েই উড়ছে ড্রোন! বিরল আবিষ্কার করে তাক লাগালেন দুর্গাপুরের(Durgapur) ছোটন ঘোষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার ঘরের মাঠে নিজাম বধ করে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স।…
রিয়েলমি আগামী 9 এপ্রিল নারজো সিরিজের দুটি নতুন স্মার্টফোন- Realme Narzo 80 Pro 5G এবং…
সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাংকের সংযুক্তিকরণ (Bank Merger) করতে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার।…
নথিংয়ের সাব-ব্র্যান্ড CMF ভারতীয় বাজারে তাদের দ্বিতীয় মিড-রেঞ্জ স্মার্টফোন CMF Phone 2 লঞ্চ করতে চলেছে।…
This website uses cookies.