লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Honda XL750 Transalp Discount: এত ডিসকাউন্ট প্রথমবার, ৮০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Honda-র মোটরসাইকেল! | Honda XL750 Transalp Features

Published on:

Honda XL750 Transalp অ্যাডভেঞ্চার বাইকে বিপুল ছাড়ের ঘোষণা করল কোম্পানি। ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ৮০ হাজার টাকা কম দামে কেনা যাচ্ছে এটি।

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: Honda XL750 Transalp অ্যাডভেঞ্চার বাইকে বিপুল ছাড়ের ঘোষণা করল কোম্পানি। ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ৮০ হাজার টাকা কম দামে কেনা যাচ্ছে এটি। এর পাশাপাশি বাইকের অ্যাক্সেসরিজের উপরেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে কম ডাউনপেমেন্ট ও ৯০% পর্যন্ত অর্থায়নের সুবিধা রয়েছে মোটরসাইকেলের উপর। প্রিমিয়াম মডেলের প্রতি ভারতীয় ক্রেতাদের আগ্রহ বাড়াতে এমন অফারের ঘোষণা করেছে হোন্ডা।

READ MORE:  সস্তায় হাইব্রিড গাড়ি আনছে Maruti Suzuki, পেট্রল শেষ হয়ে গেলে ছুটবে ব্যাটারিতে

অর্থায়নের পাশাপাশি সুদের হারও কম থাকবে বলে জানিয়েছে কোম্পানি। তবে এই ছাড় পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত বাইকের স্টক থাকবে। একবার স্টক সম্পূর্ণ খালি হয়ে গেলে অফারটি আর পাওয়া যাবে না। সীমিত সময়ের জন্য হোন্ডার Big Wing ডিলারশিপে এই ৮০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। অফার সম্পর্কে আরও বিশদ জানতে হলে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে’র আগে ফাটাফাটি গাড়ি লঞ্চ করল Tata, কত দাম Safari স্টিল্থ এডিশনের

Honda XL750 Transalp: স্পেসিফিকেশন ও ফিচার্স

হোন্ডার এই বাইকে ৭৫৫ সিসি লিকুইড কুল্ড প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৯০.৫১ হর্সপাওয়ার এবং ৭৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ছয় স্পিডের গিয়ার বর্তমান। এই বাইকে প্রচুর হাই-টেক ফিচার্স রয়েছে। যেমন, থ্রটল বাই ওয়্যার সিস্টেম, পাঁচটি রাইডিং মোড (স্পট, স্ট্যান্ডার্ড, রেইন, গ্রাভেল এবং ইউজার)। এই মোডগুলির সাহায্যে ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিন ব্রেকিং এবং বিশেষ টর্ক কন্ট্রোল বৈশিষ্ট্য ব্যবহার করা যায়।

READ MORE:  শোরুমে যাওয়ার দিন ফুরালো, এবার ১০ মিনিটেই বাড়ির দরজায় আসবে নতুন গাড়ি

এছাড়াও, ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি, , অটোমেটিক টার্ন সিগন্যাল ক্যানসেলেশনের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। উন্নত সাসপেনশন ব্যবস্থার পাশাপাশি বাইকর সামনে ডুয়াল ডিস্ক ব্রেক, পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল এবিএস উপলব্ধ। ভারতে XL750 Transalp এর এক্স-শোরুম দাম ১০.৯৯ লক্ষ টাকা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.