Honor 200 5G Price: 50MP ফ্রন্ট ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং যুক্ত ফোনে 16,000 টাকা ছাড়, কোথা থেকে কিনবেন দেখুন | Honor 200 5G Discount on Amazon India

কম বাজেটের মধ্যে উচ্চমানের বৈশিষ্ট্য যুক্ত প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর। Honor 200 5G আমাজন ই-কমার্স প্ল্যাটফর্মে ১৬,০০০ টাকার বিশাল ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। হাই রিফ্রেশ রেট সহ OLED ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা, দুর্দান্ত সেলফি ক্যামেরা, সুপারফাস্ট চার্জিংয়ের মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে।

Honor 200 5G মিলছে বিশাল ডিসকাউন্টে

এই মুহূর্তে Honor 200 5G আমাজনে ২৪,৯৯৮ টাকায় লিস্টেড আছে, যা ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম। এই মেমরি অপশনের অরিজিনাল মূল্য ছিল ৩৪,৯৯৯ টাকা। আবার আমাজন নিজে ফোনটির উপর ৩,০০০ টাকার কুপন ছাড় দিচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক অফ বরোদা, ফেডারেল ব্যাঙ্ক, এইচএসবিসি, এবং আমাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে অতিরিক্ত ৩,০০০ টাকার ছাড় আছে, যার ফলে কার্যকর মূল্য ১৮,৯৯৮ টাকায় নেমে আসবে।

READ MORE:  স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Poco ফোনের দাম কমলো | Redmi Realme Poco Smartphone Storage Price

ফোনটি ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনেও উপলব্ধ। কিন্তু এটি বর্তমানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে না৷ ডিসকাউন্টের অঙ্ক বিবেচনা করলে, যারা প্রিমিয়াম ফোন খুঁজছেন তাদের জন্য এটি দুর্দান্ত ডিল হতে৷ এতে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর স্মার্ট ফাংশন যেমন এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ম্যাজিকএলএম, ম্যাজিক ক্যাপসুল, ম্যাজিক পোর্টাল, ও ম্যাজিক রিং বৈশিষ্ট্য রয়েছে।

READ MORE:  Honor Magic V4 Thinnest Foldable: দুনিয়ার সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন আনছে এই ব্র্যান্ড, থাকবে 200MP ক্যামেরা | Honor Magic V4 200MP Telephoto Camera

স্পেসিফিকেশনের কথা বললে, Honor 200 5G মডেলে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১ বিলিয়ন কালার, ও ৪০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ফ্রন্টে ৫০ মেগাপিক্সেল সেন্সর, এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জ সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

READ MORE:  শুরু হয়েছে Honor Days Sale, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের ফোন সস্তায় | Honor 200 Pro Lite Price

Scroll to Top