Honor 400 Lite Price: 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে Honor 400 Lite, লঞ্চের আগেই দাম ফাঁস | Honor 400 Lite Specification
Honor প্রায় দেড় বছর আগে ভারতের বাজারে কামব্যাক করেছে। ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জে স্মার্টফোন রয়েছে তাদের। এবার Honor 400 নামে একটি নতুন ফোন আনছে সংস্থা। সম্প্রতি এই ডিভাইসটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছিল। আর এখন একটি রিটেলার সাইট থেকে ডিজাইন, দাম, ও বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটি খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
Honor 400 Lite হাঙ্গেরির একটি অনলাইন রিটেলার সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। লিস্টিংয়ে ফোনটির সম্পূর্ণ ডিজাইন সহ তিনটি রঙ দেখানো হয়েছে – কালো, সবুজ এবং ধূসর। সেলফি ক্যামেরার জন্য ফোনের সামনে একটি পিল-আকৃতির কাটআউট রয়েছে। এতে ফ্ল্যাট ডিসপ্লে আছে যার বেজেলগুলি বেশ পাতলা। ভলিউম রকার এবং পাওয়ার বাটন ডান প্রান্তে রয়েছে। পিছনে বর্গাকার মডিউলের মধ্যে ডুয়াল ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ ত্রিভুজাকার আকারে স্থাপন করা হয়েছে। প্রাইমারি ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের হবে।
অনলাইন লিস্টিং থেকে জানা গিয়েছে যে, অনারের নতুন স্মার্টফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এটি কী ধরনের প্যানেল উল্লেখ করা হয়নি। এমনকি রিফ্রেশ রেট বা রেজোলিউশন প্রকাশ করা হয়নি। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। লঞ্চের সময় আরও ভেরিয়েন্ট আসার সম্ভাবনা। এটি ৫জি নেটওয়ার্ক এবং ডুয়াল সিম স্লট সমর্থন করবে। এছাড়া, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
হাঙ্গেরির ওই অনলাইন রিটেলার ওয়েবসাইটে Honor 400 Lite এর দাম ১,৩৮,২৮০ হাঙ্গেরিয়ান ফরিন্ট রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২,৭০০ টাকার সমান। উল্লেখ্য, Honor 200 Lite ভারতে ১৯,৭০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ফোনটির ঘোষণা হতে পারে।
ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel এদিন বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল ইন্টারনেট কেবল স্থাপন করল, যার…
শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বন্ধ করে দেওয়া হল একটি…
শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এল সেই সুখবর যেটার অপেক্ষা করছিলেন কোটি কোটি সরকারি কর্মী। দোলের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লখনউ বনাম SRH ম্যাচের পরই বদলে গেল IPL 2025 মরসুমের সর্বাধিক রান…
মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ (Using Mobile Phone)। গরীব হোন বা ধনী,…
টাইম ট্রাভেল দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও কল্পনার একটি উল্লেখযোগ্য রসদ ও কৌতূহলের বিষয় হয়ে এসছে।…
This website uses cookies.