Honor 400 Series: অন্য কোম্পানির ফোন ভুলে যাবেন, বাজার কাঁপাতে শীঘ্রই আসছে Honor 400 সিরিজ | Honor 400 Series Launch Date

Honor 400 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই লাইনআপে একাধিক ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। বাজারে আত্মপ্রকাশের আগেই এখন এখন এই সিরিজের বেস ও প্রো মডেলের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। স্ট্যান্ডার্ড HONOR 400 মডেলে ৬.৫৫ ইঞ্চি ওলেড ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা ১.৫K রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে বলে জানা গিয়েছে।

Honor 400 সিরিজের স্পেসিফিকেশন ফাঁস

অন্যদিকে, Honor 400 Pro ফোনটিতে গত বছরের 300 Pro-এর মতো ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসর বজায় রাখা হবে। তবে স্ট্যান্ডার্ড মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার হওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। যেখানে পূর্বসূরীতে Snapdragon 7 Gen 3 চিপসেট রয়েছে। প্রো ভেরিয়েন্টে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫K রেজোলিউশন সহ ৬.৬৯ ইঞ্চি ওলেড কার্ভড স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Google Pixel 9a লঞ্চ হচ্ছে মার্চে! ফাঁস হল তারিখ, জেনে নিন এই ফোনের দাম, ফিচার্স

উল্লেখ্য, ২০২৪ সালে লঞ্চ হওয়া Honor 300 Pro-তে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে। Honor 400 সিরিজে একটি আল্ট্রা ভেরিয়েন্ট থাকবে বলে শোনা যাচ্ছে। কিন্তু লেটেস্ট রিপোর্টে ফোনটির সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জল্পনা চলছে যে এই মডেলেও হাই-এন্ড Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে। Honor 400 সিরিজে উন্নত ফটোগ্রাফির জন্য আরও বড় ক্যামেরা সেন্সর ব্যবহার হবে।

READ MORE:  ১৫ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যাম সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, Samsung, Realme-র সেরা ফোন

ক্যামেরা ডিটেলস এখনও অজানা থাকলেও, পূর্ববর্তী প্রতিবেদনগুলি দাবি করেছে যে, সিরিজের সমস্ত মডেলে ৭,০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি এবং অতিরিক্ত ড্যুরাবিলিটির জন্য ধাতব ফ্রেম থাকবে। প্রসঙ্গত, Honor একটি GT Pro মডেল তৈরি করছে, যা ২০২৫ সালের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এটি Snapdragon 8 Elite চিপসেটে চলবে। এছাড়া, ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  শুরু হয়েছে Honor Days Sale, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের ফোন সস্তায় | Honor 200 Pro Lite Price