অনার তাদের জিটি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে প্রায় ৪৫ হাজার টাকার কাছাকাছি। নয়া এই ফোনে আছে ১.৫কে OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৭২০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor GT Pro এর দাম
অনার জিটি প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,০০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৮০০ টাকা), ৪২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৩০০ টাকা) ও ৪৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,২০০ টাকা)। ডিভাইসটি আইস ক্রিস্টাল হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক ও ইগনিশন গোল্ড কালার অপশনে এসেছে।
Honor GT Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার জিটি প্রো এর সামনে দেখা ৬.৭৮ ইঞ্চির ১.৫কে OLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৭০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ৬০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করবে। আর চোখের আরামের জন্য এই ডিসপ্লে ওয়েসিস আই প্রোটেকশন সহ এসেছে।
পারফরম্যান্সের জন্য অনার জিটি প্রো মডেলে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে LPDDR5X জিবি র্যাম এবং UFS 4.1 স্টোরেজ। এছাড়া এই ডিভাইসে কোম্পানির নিজস্ব চিপ Honor E2 দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৭২০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরার কথা বললে, Honor GT Pro ডিভাইসে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত, এগুলি হল প্রাইমারি, আল্ট্রাওয়াইড এবং ৩x অপটিক্যাল জুম সহ টেলিফটো লেন্স। শেষের ক্যামেরায় ৫০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। আর প্রাইমারি ও টেলিফটো লেন্সে রয়েছে OIS সাপোর্ট।