Honor Magic V4 Thinnest Foldable: দুনিয়ার সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন আনছে এই ব্র্যান্ড, থাকবে 200MP ক্যামেরা | Honor Magic V4 200MP Telephoto Camera

এতদিন Honor-এর কাছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোনের তকমা ছিল। কিন্তু গত মাসে Find N4 লঞ্চের মাধ্যমে সেই তকমা ছিনিয়ে নিয়েছে Oppo। তবে অনার-ও চুপ করে বসে থাকার পাত্র নয়। ওপ্পোর মডেলটির থেকেও স্লিম ফোল্ডেবল স্মার্টফোন আনছে তারা। এই ফোনটির নাম Honor Magic V4। এতে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে।

READ MORE:  Honor GT Pro Specification: 6000mah ব্যাটারি ও 100W চার্জিং সহ অন্যতম সস্তা ফোন লঞ্চ করছে Honor | Honor GT Pro 6000mah Battery

Honor Magic V4 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশাল মিডিয়া পোস্টে একটি ফোনের ডিসপ্লে, ক্যামেরা আপগ্রেড, ও ডিজাইন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন, যা অনার ম্যাজিক ভি৪-এর বলেই মনে করা হচ্ছে। ফোনটিতে ৮ ইঞ্চির এলটিপিও ইন্টারনাল ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ২K। কভার ডিসপ্লেটিও হবে এলটিপিও প্রযুক্তির যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং দৈর্ঘ্য ৬.৪৫ ইঞ্চি।

READ MORE:  ২৭ হাজার টাকা ডিসকাউন্ট, সবচেয়ে সস্তা এই ফোল্ডেবল ফোনে আছে সেরা ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা

ক্যামেরার দিক থেকে, ম্যাজিক ভি৪ একটি ৫০ মেগাপিক্সেলর ১/১.৫ ইঞ্চি প্রধান সেন্সর পাবে বলে জানা গিয়েছে। ফোনটিতে ৩x অপটিক্যাল জুম সহ ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকার দাবি করা হয়েছে, যা Magic V3-এর ৫০ মেগাপিক্সেল জুম লেন্সর তুলনায় বিশাল আপগ্রেড। ব্যাক প্যানেলে আরও একটি ক্যামেরা থাকতে পারে যার তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।

READ MORE:  সামনে 50MP ও পিছনে 108MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ হতে পারে Honor 400 Lite

Honor Magic V4 ফোনটি ৯ মিলিমিটারের থেকেও পাতলা হতে পারে, ফলে এটি বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবলের তকমা পাবে। এছাড়া, ডিভাইসটিতে IPX8 ওয়াটারপ্রুফ রেটিং এবং স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। তবে, বায়োমেট্রিক্সের জন্য, ইন-ডিসপ্লের পরিবর্তে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করছে বলে জানা গিয়েছে।

Scroll to Top