লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Honor Pad GT Launched: কম দামে অত্যাধুনিক ফিচার, Honor Pad GT ট্যাব ও Honor Band 10 স্মার্ট ব্যান্ড বাজারে এল

Published on:

গতকাল চীনে লঞ্চ হয়েছে Honor GT Pro। এছাড়া ব্র্যান্ডটি এই ইভেন্টে Honor Pad GT ট্যাব এবং Honor Band 10 স্মার্ট ব্যান্ড। ট্যাবলেটটির কথা বললে, এতে পাওয়া যাবে বড় ডিসপ্লে, ম্যাজিক পেন স্টাইলাস সাপোর্ট ও ১০১০০ এমএএইচ ব্যাটারি। আর স্মার্ট ব্যান্ডটি ৫এটিএম জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Pad GT এর ফিচার ও দাম

অনার প্যাড জিটি একটি মিডরেঞ্জ অ্যান্ড্রয়েড ট্যাবলেট ১১.৫ ইঞ্চি IPS LCD ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ২৮০০ x ১৮৪০ পিক্সেল, পিক ব্রাইটনেস ৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লে IMAX Enhanced সার্টিফাইড। এই ট্যাবলেটে স্প্যাশিয়াল অডিও সাপোর্ট সহ আটটি স্পিকার পাওয়া যাবে। আবার ঐচ্ছিক Magic Pen স্টাইলাস সাপোর্ট করবে।

READ MORE:  গল্প নয় সত্যি! 12,000 এমএএইচ ব্যাটারির বিশাল বড় ট্যাবলেট আনছে Oppo ও Vivo

অনার প্যাড জিটি ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর, ৮ জিবি অথবা ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে। এই ট্যাবলেটের ব্যাটারি ক্যাপাসিটি ১০,১০০ এমএএইচ, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  URBAN HX30 Launched: অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ সস্তায় লঞ্চ হল URBAN HX30 হেডফোন, ফুল চার্জে চলবে দীর্ঘক্ষণ | URBAN HX30 Price

Honor Pad GT এর দাম চীনে শুরু হয়েছে ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,২০০ টাকা) থেকে এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৭০০ টাকা)।

Honor Band 10 এর ফিচার ও দাম

অনার ব্যান্ড ১০ স্মার্ট ব্যান্ডে আছে ১.৫৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৬ x ৪০২ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সহ এসেছে। এই স্মার্টব্যান্ডে ৫ এটিএম জলরোধী রেটিং আছে এবং ডিভাইসটি হেলথ ট্র্যাকিং করতে পারে। এটি হার্ট রেট, SpO2, ঘুম এবং স্ট্রেস মনিটরিং করতে পারে এবং এতে ৯৬টি স্পোর্টস মোড আছে। ব্যাটারি লাইফের কথা বললে এই ব্যান্ড ফুল চার্জে দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

READ MORE:  ফুল চার্জে ১৪ দিন পর্যন্ত চলবে, Huawei ভারতে লঞ্চ করল দুর্দান্ত স্মার্ট ব্যান্ড

Honor Band 10 এর দাম চীনে ২২৯ ইউয়ান (প্রায় ২৭৮০ টাকা) থেকে শুরু এবং NFC ভার্সনটির দাম ২৬৯ ইউয়ান (প্রায় ৩১৫০ টাকা)।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.