Honor Pad X9a Launched: ১৬ জিবি র্যাম সহ Honor Pad X9a ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ৮৩০০mAh ব্যাটারি | Honor Pad X9a Price
Honor Pad X9a মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ট্যাবলেটটি গ্রে কালার এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
সুমন পাত্র, কলকাতা: অবশেষে Honor Pad X9a ট্যাবলেট লঞ্চ হল। এই ট্যাবলেটে আছে ১১.৫-ইঞ্চি LCD ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এতে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ৮৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক MagicOS 9.0 কাস্টম স্কিনে চলে। এটি আপাতত মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
কোম্পানি এখনও Honor Pad X9a এর মূল্য প্রকাশ করেনি। ডিভাইসটি মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ট্যাবলেটটি গ্রে কালার এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে ডিভাইসটি ভারতীয় বাজারে কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
অনার প্যাড এক্স৯এ ট্যাবলেটে ১১.৫-ইঞ্চির ২.৫কে এলসিডি ডিসপ্লে (১৫০৪x২৫০৮ পিক্সেল রেজোলিউশন) আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের সঙ্গে ৮ জিবি ফিজিক্যাল এবং ৮ জিবি ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে। এটি ১২৮জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরা সেটআপের কথা বললে, অনার প্যাড এক্স৯এ এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটি ৮৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ৭০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১।
অনার ট্যাবলেটটি ৬.৭৭ মিমি পুরু এবং ওজন ৪৭৫ গ্রাম। অর্থাৎ বলা যায় অনার প্যাড এক্স৯এ শক্তিশালী ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর সহ লঞ্চ হয়েছে।
উন্নত জুম এবং ক্যামেরা বৈশিষ্ট্য সহ সেরা ৫ স্মার্টফোনের সন্ধান রইল। যার মধ্যে আছে Samsung…
লঞ্চের আগে Motorola Edge 60 সিরিজ এবং Razr 60 Ultra এর দাম, কালার এবং মেমোরির…
Oppo F29 5G ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা…
এখানে আমরা এয়ারটেলের এমন দুটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যেখানে ফ্রি কলিং, ডেটা এবং সাথে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ আরো একধাপ এগিয়ে গেল। Kinet Rail Solutions,…
এক্সচেঞ্জ অফারে আপনি Vivo T3 Pro 5G ফোনের দাম ১৩,৩৫০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। ২০…
This website uses cookies.