আজ মঙ্গলবার চীনে লঞ্চ হল Honor X60 GT স্মার্টফোন। এটি মিড রেঞ্জে এসেছে। এই ফোনে পাওয়া যাবে ৬৩০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসর, ১.৫কে ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আশা করা হচ্ছে ডিভাইসটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে। আসুন Honor X60 GT এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor X60 GT এর দাম
অনার এক্স৬০ জিটি এর দাম শুরু হয়েছে ১৭৯৯ ইউয়ান থেকে, যা প্রায় ২০,৮৪৫ টাকা। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আপাতত ফোনটি চীনে লঞ্চ হয়েছে।
Honor X60 GT এর স্পেসিফিকেশন ও ফিচার
অনার এক্স৬০ জিটি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৬৬৪×১২০০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ৫০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেট।ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিক ইউআই ৮.০ কাস্টম স্কিনে চলে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor X60 GT ডিভাইসে দেওয়া হয়েছে ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। প্রাইমারি ক্যামেরায় OIS (Optical Image Stabilization) সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ডিভাইসটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। এতে IP65 রেটিং ও SGS 5-স্টার ড্রপ রেজিস্ট্যান্স উপস্থিত।