লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Honor X70i Launched: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল Honor X70i, আর কি কি আছে

Published on:

চীনে অনার একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। চলতি মাসে ইতিমধ্যেই এসেছে Honor Power, Honor X60 GT এবং Honor GT Pro। এবার লঞ্চ হলো Honor X70i। যদিও আগের ফোনগুলিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপসেট, তবে Honor X70i হল একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন, যেখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের প্রসেসর পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor X70i এর দাম ও কালার অপশন

অনার এক্স৭০ আই এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৩০০ টাকা)। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৮০০ টাকা) ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,২০০ টাকা)

READ MORE:  সীমিত সময়ের অফার, ২০০০ টাকা ডিসকাউন্টে সেরা ফিচারের Realme ফোন

অনার এক্স৭০ আই চারটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে – ম্যাগনোলিয়া পার্পল, মুন শ্যাডো হোয়াইট, ভেলভেট ব্ল্যাক ও স্কাই ব্লু।

Honor X70i এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার এক্স৭০ আই ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪১২x১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ৩,৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  Samsung Galaxy A16 5G Price: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy A16 5G সবচেয়ে কম দামে, ৬ বছরে খারাপ হবে না

Honor X70i‌ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলে। ফোনটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP65 রেটিং সহ লঞ্চ হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.