লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

How to Activate FASTag: অনলাইনে FASTag কিনে কীভাবে চালু করবেন? এখানে সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন | How to buy and Activate FASTag Online

Published on:

দেশে সমস্ত চার চাকার যানবাহনের জন্য, বিশেষ করে টোল প্লাজা রয়েছে এমন মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য FASTag ব্যবহার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য একটি প্রিপেইড রিচার্জ কার্ড ইস্যু করা হয়েছে, যা গাড়ির উইন্ডশিল্ডে একটি চৌম্বকীয় স্ট্রিপ স্টিকার হিসাবে আটকানো থাকে।

FASTag কীভাবে কাজ করে?

এই স্টিকার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এটি টোল প্লাজার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে FASTag শনাক্ত এবং স্ক্যান করতে সাহায্য করে। সেই স্টিকারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকে, সেখান থেকে টোল ট্যাক্স কেটে নেওয়া হয়। FASTag নিয়মের উদ্দেশ্য হল দেশজুড়ে টোল প্লাজাগুলিতে যানবাহনের ভিড় কমানো।

READ MORE:  PM কিষাণের ১৯তম কিস্তি দেওয়া শুরু হল, আপনি টাকা পেয়েছেন তো?

এই ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি থাকায়, যানবাহনগুলি টোল বুথের মধ্য দিয়ে থেমে না গিয়ে দ্রুত যাতায়াত করতে পারে। টোল প্লাজার মধ্য দিয়ে চলাচলকারী সমস্ত যানবাহনে একটি FASTag স্টিকার থাকা আবশ্যক বলে জানিয়েছে সরকার, যা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে অনলাইনে কেনা যাবে।

অনলাইনে FASTag কীভাবে আবেদন?

ফাস্ট্যাগ কিনতে গ্রাহকরা তাদের পছন্দের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন অথবা নির্দিষ্ট মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন। কেনার পর, ব্যবহারকারীদের প্রথমে স্মার্টফোনে ‘My FASTag অ্যাপ’ ডাউনলোড করতে হবে। তারপর এই অ্যাপে, তাদের ‘Activate NHAI FASTag’ অপশনে ক্লিক করতে হবে। যে ওয়েবসাইট থেকে তারা এটি কিনেছেন সেই ওয়েবসাইটটি সিলেক্ট করতে হবে। একটি নির্দিষ্ট আইডি অথবা সক্রিয়করণের জন্য একটি QR কোড স্ক্যান করতে হবে।

READ MORE:  ১লা মে থেকে FASTag বন্ধ নয়, জানাল সরকার! রয়েছে অন্য প্ল্যান

কীভাবে চালু করবেন FASTag?

নির্দিষ্ট আইডি অথবা QR কোড স্ক্যান করার পর, ব্যবহারকারীদের তাদের গাড়ির ধরন এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তারপর একটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা অথবা একটি প্রিপেইড ওয়ালেট নির্বাচন করতে হবে, যেখান থেকে তারা তাদের FASTag অ্যাকাউন্ট রিচার্জ করতে এবং টোল চার্জ দিতে পারবেন। এই ভাবে অনলাইনে খুব সহজে FASTag কিনে তা চালু করা যাবে।

READ MORE:  Post Office RD Scheme: ৫ বছরে মিলবে ২০ লাখ টাকা! মোটা সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম | India Post Recurring Deposit

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.