লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

How to Setup UPI Circle: PhonePe আনল UPI Circle ফিচার, অন্যদের হয়ে পেমেন্ট করতে পারবেন আপনি | PhonePe Launches UPI Circle Feature

Published on:

জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe তাদের ব্যবহারকারীদের জন্য UPI Circle ফিচার নিয়ে এল। এই ফিচার পেমেন্ট প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে। ইউপিআই সার্কেল ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিবারের সদস্য, বন্ধু বা অন্যান্য পরিচিতদের মধ্যে সহজে পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা UPI ID না থাকলেও সমস্যা নেই

UPI Circle কীভাবে কাজ করে?

UPI Circle ফিচারটি ব্যবহারকারীদের একটি গ্রুপ তৈরি করার সুযোগ দেয়, যেখানে প্রাইমারি ইউজার (প্রধান অ্যাকাউন্ট হোল্ডার) অন্যান্য ইউজারদের পেমেন্ট করার সুবিধা দেয়। এক্ষেত্রে প্রাইমারি ইউজার, সেকেন্ডারি ইউজারের পেমেন্টের অনুরোধ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন এবং তিনি নির্ধারণ করতে পারবেন কত টাকা খরচ করা হবে। এখানে সেকেন্ডারি ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা UPI ID থাকা আবশ্যক নয়।

READ MORE:  Vivo T3 Pro 5G Price: খুশির খবর, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo T3 Pro 5G স্মার্টফোন | Vivo T3 Pro 5G Price Drop 10000 with 50MP Sony Camera

আবার প্রাইমারি ইউজার গ্রুপে নতুন মেম্বার যোগ করতে বা বাদ দিতে পারবেন। পেমেন্টের হিস্ট্রি দেখারও সুযোগ পাবেন।

UPI Circle কিভাবে সেটআপ করবেন?

UPI Circle ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে PhonePe অ্যাপটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে হবে। এরপর, হোম স্ক্রীনে ‘UPI Circle’ অপশনে ট্যাপ করে পরিবার বা বন্ধুদের UPI ID দিতে হবে অথবা QR কোড স্ক্যান করে তাদের যুক্ত করা যাবে। প্রাইমারি ইউজার ফুল বা পারশিয়াল পারমিশন নির্ধারণ করতে পারবেন, এবং খরচের সীমা ঠিক করার পর UPI PIN দিয়ে সেটআপ শেষ করতে হবে।

READ MORE:  মোদী সরকার আপনাকে দেবে ৫ লাখ টাকার ক্রেডিট কার্ড, জেনে নিন আবেদনের পদ্ধতি | Modi Govt To Launch Credit Cards Scheme

সীমাবদ্ধতা

প্রাইমারি ইউজার সর্বাধিক পাঁচটি সেকেন্ডারি ইউজার যুক্ত করতে পারবেন। আর সেকেন্ডারি ইউজারদের বায়োমেট্রিক বা পাসকোড ব্যবহার করতে হবে এবং শেষ পর্যন্ত পেমেন্ট অনুমোদন দেবেন কেবল প্রাইমারি ইউজাররা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.