HP Chromebook Laptop: অর্ধেকেরও কম দামে HP ল্যাপটপ, বাজেট ফোনের মূল্যে বাড়ি আনুন | HP Chromebook Laptop Discount Offer

কম দামে HP ল্যাপটপ কিনতে চাইলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে থাকছে দারুণ সুযোগ। বিশেষ অফারের কারণে ক্রেতারা অর্ধেকেরও কম দামে HP Chromebook কিনতে পারবেন। ছাড়ের পর এই ল্যাপটপের দাম একটি বাজেট ফোনের মতো হয়ে যাবে। অর্থাৎ এটি আপনি প্রায় ১৫ হাজার টাকায় অর্ডার করতে পারবেন।

এইচপির এই কমপ্যাক্ট ল্যাপটপটি ক্রোমওএসে চলে এবং এতে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে। এই ল্যাপটপটি তাদের জন্য ভালো যাদের বেসিক ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস বা মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য একটি বড় ডিসপ্লে প্রয়োজন।

READ MORE:  ২০ হাজার টাকার মধ্যে ৪৩ ইঞ্চি Smart TV, সবচেয়ে সস্তা মডেলের দাম ১৩ হাজার টাকা | Best Smart TV 43 inch Display Under 20000

HP Chromebook ল্যাপটপে বাম্পার ডিসকাউন্ট

HP Chromebook MediaTek MT8183 ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৫০ শতাংশের বেশি ডিসকাউন্টে মাত্র ১৫,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে, যার ফলে এর দাম ১৫,০০০ টাকার কম হবে। এই ল্যাপটপটি ব্ল্যাক এবং ইন্ডিগো ব্লু কালারে পাওয়া যাবে।

READ MORE:  স্টাইলিশ ডিজাইন সহ ৪০ ঘন্টা ব্যাটারি, Zebronics লঞ্চ করল প্রথম Open Ear ইয়ারবাডস

আরও পড়ুনঃ ফুল চার্জে ২০ ঘন্টা চলবে, ইন্টেল আল্ট্রা প্রসেসর সহ Microsoft Surface সিরিজের ল্যাপটপ লঞ্চ হল

HP Chromebook এর ফিচার

এইচপি ক্রোমবুক ল্যাপটপে ১১.৬ ইঞ্চির বড় এইচডি ডিসপ্লে আছে, যা ২২০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। এইচপি ক্রোমবুক ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন সহ এসেছে, এতে চারটি ইউএসবি পোর্ট রয়েছে এবং এটি মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসরে চলে। এতে ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।ল্যাপটপটি ক্রোমওএসে চলে এবং ১ বছরের ওয়ারেন্টি অফার করবে। এটির ওজন মাত্র ১.৩৪ কিলো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Teclast M50 Plus Tab Launched: জলের দরে দুর্দান্ত ট্যাবলেট, রয়েছে 16 জিবি র‍্যাম, 7000mah ব্যাটারি, ও 10 ইঞ্চি ডিসপ্লে | Teclast M50 Plus Tab Price

Scroll to Top