লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

HP Victus 15: এএমডি রাইজেন প্রসেসর ও দীর্ঘ ব্যাটারির সাথে HP Victus 15 ল্যাপটপ লঞ্চ হল, দাম কত | HP Victus 15 Launched in India

Published on:

এইচপি ভারতে ভিক্টাস ব্র্যান্ডের নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম HP Victus 15 (fb3025AX)। এতে AI সাপোর্ট সহ ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ল্যাপটপে পাওয়া যাবে এএমডি রাইজেন ৯ ৮০০০ সিরিজের প্রসেসর, এনপিইউ এবং আরটিএক্স ৪০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড। HP Victus 15 ল্যাপটপে ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে ৮ ঘন্টারও বেশি ব্যাকআপ দেবে। চলুন এইচপি ল্যাপটপটির দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  Lenovo Yoga Solar AI Laptop: যুগান্তকারী প্রযুক্তি Lenovo-র, চলে এল বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত AI ল্যাপটপ | Lenovo Yoga Solar Personal Computer

HP Victus 15 এর দাম ও উপলব্ধতা

এইচপি ভিক্টাস ১৫ এর দাম রাখা হয়েছে ১,১২,৯৯০ টাকা। এই গেমিং ল্যাপটপটি অ্যাটমোস্ফিয়ার ব্লু কালারে পাওয়া যাবে। আজ থেকে অ্যামাজনের মাধ্যমে এটি কেনা যাবে।

HP Victus 15 স্পেসিফিকেশন ও ফিচার

ফিচারের কথা বললে, এইচপি ভিক্টাস ১৫ ল্যাপটপে আছে ১৫.৬-ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ৩০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে এএমডি রাইজেন ৯ ৮৯৪৫ এইচএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৮ জিবি জিডিডিআর৬ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ এবং ১৬ জিবি ডিডিআর৫ র‌্যাম। এই ল্যাপটপে ওমেন টেম্পেস্ট কুলিং সলিউশন উপস্থিত।

READ MORE:  নতুন Intel Core প্রসেসর-সহ AI চালিত EliteBook Ultra G1i, X G1i এবং X G1i Flip ল্যাপটপ লঞ্চ করল HP | HP EliteBook Ultra G1i X G1i and X G1i Flip Laptop Launched in India

HP Victus 15 ল্যাপটপে ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জে ৮ ঘণ্টা ৩০ মিনিট চলবে এই ল্যাপটপ। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। ৩০ মিনিট চার্জ দিলে ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে এই ল্যাপটপ। ভিডিও কলিংয়ের জন্য এই ল্যাপটপে ৭২০পি এইচডি ক্যামেরা দেওয়া হয়েছে। এর ওজন ২.২৯ কেজি।

READ MORE:  Lava ProWatch X Launched: চলে এল অ্যামোলেড ডিসপ্লে ও ১০ দিন ধরে চলা নতুন স্মার্টওয়াচ, দাম দেখুন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.