লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

HTC Wildfire E5 Plus Launched: নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা | HTC Wildfire E5 Plus Price

Published on:

তাইওয়ানের সংস্থা এইচটিসি একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম HTC Wildfire E5 Plus এবং এটি ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশীয় দেশের বাজার ধরার টার্গেট নিয়েছে। খুব সস্তায় বড় ডিসপ্লে এবং ভাল ক্যামেরা খুঁজছেন এমন ক্রেতাদের জন্য এটি আদর্শ। চলুন ডিভাইসটির দাম সহ বিস্তারিত স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

READ MORE:  Samsung Galaxy A26 5G Sale: Samsung Galaxy A26 5G ফোনের বিক্রি শুরু, প্রথমদিনেই ২ হাজার টাকা ডিসকাউন্ট | Samsung Galaxy A26 5G Price

HTC Wildfire E5 Plus স্পেসিফিকেশন ও ফিচার্স

এইচটিসি-র এই স্মার্টফোনে একেবারে এন্ট্রি-লেভেল স্পেকস রয়েছে। সামনের দিকে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। স্ক্রিনের উপরের দিকে নচের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির অভ্যন্তরে ইউনিসক টি৬০৬ প্রসেসর রয়েছে। এটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরেজ বাড়াতে পারবেন।

READ MORE:  Vivo Y300 Pro Plus Specification: স্ন্যাপড্রাগন প্রসেসর সহ 7500mAh ব্যাটারি, Vivo Y300 Pro+ দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে | Vivo Y300 Pro Plus Price

ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন উভয়ের ব্যবস্থা বর্তমান। সাথে টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে।

HTC Wildfire E5 Plus দাম

এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৫ প্লাস গ্রে ও ব্লু কালার ভেরিয়েন্টে উপলব্ধ। ভিয়েতনামে দাম রাখা হয়েছে ২,৩৭৯,০০০ ভিয়েতনামী ডং, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,১০০ টাকা। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

READ MORE:  HTC Wildfire E7 E4 Plus: নস্টালজিয়া ফিরিয়ে অনেকদিন পর বাজারে দুই নতুন স্মার্টফোন আনছে HTC | HTC Wildfire E7 E4 Plus Launch

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.