HTC Wildfire E5 Plus Launched: নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা | HTC Wildfire E5 Plus Price

তাইওয়ানের সংস্থা এইচটিসি একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম HTC Wildfire E5 Plus এবং এটি ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশীয় দেশের বাজার ধরার টার্গেট নিয়েছে। খুব সস্তায় বড় ডিসপ্লে এবং ভাল ক্যামেরা খুঁজছেন এমন ক্রেতাদের জন্য এটি আদর্শ। চলুন ডিভাইসটির দাম সহ বিস্তারিত স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

READ MORE:  ২২ মিনিটে ফুল চার্জ, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্টের সেরা ৬ স্মার্টফোন দেখে নিন

HTC Wildfire E5 Plus স্পেসিফিকেশন ও ফিচার্স

এইচটিসি-র এই স্মার্টফোনে একেবারে এন্ট্রি-লেভেল স্পেকস রয়েছে। সামনের দিকে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। স্ক্রিনের উপরের দিকে নচের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির অভ্যন্তরে ইউনিসক টি৬০৬ প্রসেসর রয়েছে। এটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরেজ বাড়াতে পারবেন।

READ MORE:  ঝড় তুলতে আসছে Google Pixel 9a, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ডিসপ্লে, দাম ফাঁস

ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন উভয়ের ব্যবস্থা বর্তমান। সাথে টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে।

HTC Wildfire E5 Plus দাম

এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৫ প্লাস গ্রে ও ব্লু কালার ভেরিয়েন্টে উপলব্ধ। ভিয়েতনামে দাম রাখা হয়েছে ২,৩৭৯,০০০ ভিয়েতনামী ডং, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,১০০ টাকা। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

READ MORE:  ল্যাপটপের পর এবার ভারতে লঞ্চ হচ্ছে Acer এর স্মার্টফোন, বাজেটের মধ্যে থাকবে জবরদস্ত ফিচার

Scroll to Top