HTC Wildfire E5 Plus Launched: নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা | HTC Wildfire E5 Plus Price
তাইওয়ানের সংস্থা এইচটিসি একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম HTC Wildfire E5 Plus এবং এটি ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশীয় দেশের বাজার ধরার টার্গেট নিয়েছে। খুব সস্তায় বড় ডিসপ্লে এবং ভাল ক্যামেরা খুঁজছেন এমন ক্রেতাদের জন্য এটি আদর্শ। চলুন ডিভাইসটির দাম সহ বিস্তারিত স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
এইচটিসি-র এই স্মার্টফোনে একেবারে এন্ট্রি-লেভেল স্পেকস রয়েছে। সামনের দিকে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। স্ক্রিনের উপরের দিকে নচের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির অভ্যন্তরে ইউনিসক টি৬০৬ প্রসেসর রয়েছে। এটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরেজ বাড়াতে পারবেন।
ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন উভয়ের ব্যবস্থা বর্তমান। সাথে টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে।
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৫ প্লাস গ্রে ও ব্লু কালার ভেরিয়েন্টে উপলব্ধ। ভিয়েতনামে দাম রাখা হয়েছে ২,৩৭৯,০০০ ভিয়েতনামী ডং, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,১০০ টাকা। স্মার্টফোনটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.