HTC Wildfire E7 E4 Plus: নস্টালজিয়া ফিরিয়ে অনেকদিন পর বাজারে দুই নতুন স্মার্টফোন আনছে HTC | HTC Wildfire E7 E4 Plus Launch

একসময় বিশ্বের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে পরিচিত ছিল এইচটিসি। তবে সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের জগতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তাইওয়ানের এই সংস্থ। যদিও নতুন বছরে নতুন উদ্যমে দুই ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে তারা। HTC Wildfire E7 ও Wildfire E4 Plus নামে দুই নতুন মডেল শীঘ্রই আসতে চলেছে বাজারে। ফোনগুলি গুগল প্লে কনসোলের সমর্থিত ডিভাইসের তালিকায় যোগ করা হয়েছে।

READ MORE:  সস্তায় গেমিং কিলার Realme স্মার্টফোন, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি সহ আছে দুর্দান্ত ক্যামেরা

ফোনগুলি গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইসের লিস্টিং থেকে HTC Wildfire E7 ও Wildfire E4 Plus সম্পর্কে কিছু জানা যায়নি। কোনও স্পেসিফিকেশন সেখানে উল্লেখ ছিল না। শুধু এটুকু ইঙ্গিত পাওয়া গিয়েছে যে স্মার্টফোন দুটি আনুষ্ঠানিক লঞ্চের দোরগোড়ায় এসে পৌঁছেছে। প্রসঙ্গত, ব্র্যান্ডটি পূর্বে Wildfire E3 , Wildfire E2 Plus, Wildfire E2 Play-এর মতো মডেল লঞ্চ করেছে।

Wildfire E3 ও Wildfire E2 সিরিজের ফোনগুলি যথাক্রমে ২০২১ এবং ২০২২ সালে লঞ্চ হয়েছিল। এই লাইনআপে প্রতিটি ফোন বাজেট ফ্রেন্ডলি। তাই আপকামিং Wildfire E7 এবং Wildfire E4 Plus বাজেট ওরিয়েন্টেড হবে বলে আশা করা যায়। এই ফোনগুলিতে কেমন হবে তার ধারণা পেতে Wildfire 2 Play ফোনটির স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।

READ MORE:  One UI 7 Update: বদলে যাচ্ছে পুরানো Samsung Galaxy ফোন, আসছে একগুচ্ছ AI ফিচার | Old Samsung Galaxy Phones Getting AI Features

HTC Wildfire E2 Play লঞ্চ হয়েছিল ২০২৩ সালের এপ্রিলে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ নিটস ব্রাইটনেস, ১৫০০:১ কনট্রান্স রেশিও, ও এইচডি+ (৭২০x১৬৪০ পিক্সেল) রেজোশিউশন সহ ৬.৮২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪৮+৮+৫+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ২০২৪ সালে সবথেকে বেশি বিক্রি হল কোন স্মার্টফোন? নাম শুনলে চমকে যাবেন
Scroll to Top