লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Huawei Mate XT: বিশ্বের প্রথম ট্রিপল-ফোল্ড স্মার্টফোন Huawei Mate XT আসছে গ্লোবাল মার্কেটে! | Huawei Mate XT Launch Date

Updated on:

Huawei Mate XT গত বছরের সেপ্টেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল। এটি বাণিজ্যিকভাবে উপলব্ধ বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ডিং ফোন। নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন ডিভাইসটি তিন বার ভাঁজ করা যায়। এটি বর্তমানে উপলব্ধ বুক-স্টাইলের ফোল্ডেবল ও ফ্লিপ-স্টাইলের ফ্লিপ ফোনের থেকে সম্পূর্ণ আলাদা। ফোনটি চীনের গন্ডি পেরিয়ে এবার বিশ্বব্যাপী লঞ্চের সম্ভাবনা তৈরি হয়েছে।

GRL-LX9 মডেল নম্বর সহ Huawei Mate XT সংযুক্ত আরব আমিরশাহীর TDRA সার্টিফিকেশন পেয়েছে। লিস্টিংয়ে ফোনের মার্কেটিং নামের পাশাপাশি নির্মাতা সংস্থার নাম উল্লেখ ছিল। এছাড়া, সার্টিফিকেশন থেকে বিশেষ কিছু জানা যায়নি। ফোনটি মার্চের মধ্যে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। গ্লোবাল ভ্যারিয়েন্টেও চাইনিজ মডেলের মতো ফিচার্স থাকবে।

READ MORE:  Vivo V50e Specifications: লঞ্চের আগে দাম ফাঁস Vivo V50e ফোনের, AI ফিচার সহ থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা | Vivo V50e Price in India

Huawei Mate XT: স্পেসিফিকেশন ও দাম

হুয়াওয়ের এই ট্রিপল ফোল্ডিং ফোনে ৬.৪ ইঞ্চি সিঙ্গেল স্ক্রিন রয়েছে, যা ভাঁজ করলে ৭.৯ ইঞ্চি ডুয়াল ডিসপ্লে, এবং আন-ফোল্ড করলে ৩কে রেজোলিউশনের ১০.২ ইঞ্চি ডিসপ্লেতে রূপান্তরিত হয়। ওলেড স্ক্রিনটি ১.০৭ বিলিয়ন কালার, এলটিপিও অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে।

READ MORE:  Samsung এর ইতিহাসে প্রথমবার! Galaxy Z Fold 7 সিরিজে থাকবে লেটেস্ট One UI 8 সফটওয়্যার

এই ফোল্ডেবলে কিরিন ৯০১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ের ট্রিপল ফোল্ডিং ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫.৫x জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে। ১৬ জিবি র‍্যামের সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ও ১ টিবি স্টোরেজ অপশন।

ফোনে থাকা ৫,৬০০ এমএএইচ ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। চীনে ডিভাইসটির দাম ১৯,৯৯৯ ইউয়ান থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৪৩ লক্ষ টাকার সমান। ভারতে এটি লঞ্চের কোনও সম্ভাবনা নেই। কারণ হুয়াওয়ে এদেশে আর স্মার্টফোন বিক্রি করে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Huawei Pura 80 Series Camera: দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে বাজার তোলপাড় করতে আসছে Huawei Pura 80 সিরিজ | Huawei Pura 80 Series Launch Date

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.