Huge Discount On Wagon R: স্টক খালি করতে সবথেকে জনপ্রিয় গাড়িতে বিপুল ছাড় দিচ্ছে Maruti, আজই করুন বুক | Maruti Suzuki Discount
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেকেন্ড হ্যান্ড গাড়ির ঝামেলায় না গিয়ে, একেবারে ব্র্যান্ড নিউ ফোর হুইলার কেনার কথা ভাবছেন অনেকেই। তবে পকেটের টান সেই স্বপ্নপূরণের পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় এমন বহু সম্ভাব্য গ্রাহক রয়েছেন যারা মাসিক কিস্তি বা EMI পদ্ধতিতে অতিরিক্ত আর্থিক চাপের ঝুঁকি না নিয়ে ক্যাশে গাড়ি কিনতে চাইছেন।এবার সেই সব গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে Maruti Suzuki। ভারতের এই জনপ্রিয় ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা চলতি মাসে তাদের বিভিন্ন মডেল বিশেষত Wagon-R মডেলের ওপর বিরাট ডিসকাউন্ট অফার চালু করেছে। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, পুরনো স্টক শেষ করতেই এই আকর্ষণীয় স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে হাজির হয়েছে Maruti Suzuki।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের জনপ্রিয় ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki তাদের বহু বিক্রিত Wagon-R মডেলটির ওপর স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট হিসেবে 48,100 টাকা ছাড় দিচ্ছে। জানা যাচ্ছে, সংস্থা তাদের 2024 ও 2025 Wagon-R মডেলের ক্ষেত্রেই ডিসকাউন্ট অফার রেখেছে।
ভারতের এই জনপ্রিয় সংস্থাটি তাদের পুরনো স্টক ক্লিয়ারেন্স প্রসঙ্গে জানিয়েছে, 2024 সালের বিভিন্ন মডেল থেকে শুরু করে চলতি বছরের একেবারে নতুন সংস্করণের ফোর হুইলারের ক্ষেত্রেও ডিসকাউন্ট অফার প্রযোজ্য। Maruti Suzuki-র একটি সূত্র দাবি করছে, Wagon-R মডেলের ওপর ঘোষিত ডিসকাউন্ট অফার আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের গাড়িটি বুক করতে হবে।
Maruti Suzuki Wagon-R মডেলটিতে রয়েছে 1 লিটার এবং 1.2 লিটারের ক্ষমতাযুক্ত একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন। এছাড়াও সংস্থা তাদের এই মডেলের জন্য সিএনজি ভেরিয়েন্টও রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাশ্রয়ী মূল্যের এই গাড়ি 1 লিটার পেট্রোলে সর্বোচ্চ 34 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই মডেল দুটি ট্রান্সমিশনের সাথে পাওয়া যায়। গাড়িটি স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল উভয় সুবিধাতেই উপলব্ধ।
আরও পড়ুন: কোহলিকে বিরাট শিক্ষা! নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফেলল RCB
অটোমেটিক ও ম্যানুয়াল উভয় ইঞ্জিনই গাড়িটিকে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয়। মূলত ফ্যামিলি কার হিসেবেই সাশ্রয়ী মূল্যের এই গাড়ি ভারতের বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়। ফোর হুইলারটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে এতে রয়েছে 7 ইঞ্চির স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 4টি স্পিকার সহ নেভিগেশন এবং প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। চালকের নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িতে দেওয়া হয়েছে দুটি উন্নতমানের এয়ারব্যাগ , অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম , হিল হোল্ড কন্ট্রোল এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো সুরক্ষা।
ভারতের অন্যতম জনপ্রিয় ফোর হুইলার প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki তাদের এই Wagon-R মডেলটির দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, Maruti Suzuki Wagon-R মডেলটির বেস ভেরিয়েন্টটির এক্স শোরুম প্রাইস 5.54 লক্ষ টাকা। যেখানে মডেলটির টপ ভেরিয়েন্ট বর্তমানে 7.25 লক্ষ টাকার কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে চলতি মাসে গ্রাহকদের এই অর্থ দিতে হবে না। স্টক ক্লিয়ারেন্স অফার অনুযায়ী গাড়ির দামের ওপর 48,100 টাকা ছাড় দেবে সংস্থা।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.