Hyundai খেলা জমিয়ে দিল, টাটা পাঞ্চকে হারিয়ে দেশসেরার মুকুট ছিনিয়ে নিল Creta

২০২৫ সালে এসে গাড়ি বাজারে এক বিরাট পরিবর্তন দেখা গিয়েছে। আর সেটা হল ক্রেতাদের বেশিরভাগ SUV কিনতে ইচ্ছুক। তাঁরা আর ছোট বা এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক বা সেডানে আগ্রহী নোন। এই ক্ষেত্রে বাজারে জমি শক্ত করতে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ টাটা, হুন্ডাই এবং মারুতি। ২০২৫ সালের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে বিক্রির নিরিখে এগিয়ে থাকল কোন SUV? আসুন সেরা ৫ গাড়ি সম্পর্কে জেনে নিই।

Hyundai Creta

টাটা পাঞ্চকে হারিয়ে শীর্ষস্থান দখল করল হুন্ডাই ক্রেটা। গত মাসে কোরিয়ান সংস্থাটির বিক্রি হয়েছে মোট ৬৫,৬০৩টি গাড়ি। এর মধ্যে ৫৪,০০৩ ইউনিট বিক্রি হয়েছে, আর ১১,৬০০টি গাড়ি রফতানি করা হয়েছে। পাশাপাশি ১৮,৫২২টি ইউনিট বিক্রির নতুন মাসিক বিক্রয় রেকর্ড অর্জন করেছে ক্রেটা।

READ MORE:  বাজার কাঁপাচ্ছে সুজুকির লিজেন্ডারি বাইক, ফেব্রুয়ারিতে বিক্রির রেকর্ড গড়ল হায়াবুসা

Tata Punch

২০২৪ সালে যে গাড়ি ঘিরে তুমুল চর্চা, উন্মাদনা ২০২৫ সালের প্রথম মাসে সেই গাড়ি কিছুটা ছন্দ হারিয়েছে মনে হচ্ছে। জানুয়ারিতে টাটা পাঞ্চ বিক্রি হয়েছে ১৬,২৩১টি ইউনিট, যা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় ১০ শতাংশ কম। গত বছর জানুয়ারিতে ১৭,৯৭৮টি ইউনিট বিক্রি করেছিল টাটা। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সর্বাধিক বিক্রি হওয়া এসইউভি ছিল টাটা পাঞ্চ।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে’র আগে সুখবর, ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা বাইকের দাম আরও ১৮,০০০ টাকা কমল

Maruti Suzuki Grand Vitara

ডার্ক হর্স মারুতি ভিটারা তৃতীয় স্থানে জায়গা করেছে। ভারতের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি এই গাড়ির ১৫,৭৮৪ ইউনিট বিক্রি করেছে জানুয়ারিতে, যা বার্ষিক ১৭ শতাংশ বৃদ্ধি। গ্র্যান্ড ভিটারার ২০২৫ সালের জানুয়ারিতে পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ এটি ২০২৪ সালের ডিসেম্বরে মাত্র ৭,০৯৩ ইউনিট বিক্রি করেছিল।

Mahindra Scorpio

চতুর্থ স্থানে রয়েছে মাহিন্দ্রা স্করপিও। এই গাড়ি নতুন মাইলফলক স্পর্শ করেছে ২০২৫ সালের জানুয়ারিত। গত মাসে ১৫,৪৪২টি ইউনিট বিক্রি হয়েছে, যা বার্ষিক ৮ শতাংশ বৃদ্ধির প্রতিফলন। ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় এসইউভিটির বিক্রি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

READ MORE:  Maruti Fronx Best Selling Car: কেউ আন্দাজ করতে পারেনি, ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রি হল মারুতির এই নতুন গাড়ি! | Top 10 best selling cars in February 2025

Tata Nexon

প্রথম পাঁচে টাটাদের আরও এক গাড়ি। জানুয়ারিতে টাটা নেক্সন বিক্রি হয়েছে ১৫,৩৯৭টি ইউনিট। যদিও নেক্সনের বিক্রি বার্ষিক ১০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে এসইউভিটির জন্য আরও কঠিন মাস ছিল। কারণ তখন বার্ষিক বিক্রি ১১ শতাংশ হ্রাস পেয়েছিল, ডিসেম্বরে বিক্রির অঙ্ক ছিল ১৩,৫৩৬ ইউনিট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top