লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hyundai-এর বাম্পার অফার, 68000 টাকা পর্যন্ত ছাড় মিলছে বেশি মাইলেজের গাড়িতে

Updated on:

নতুন বছরে অনেকেই নতুন গাড়ি কেনার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। তাদের জন্য খুশির খবর শোনাল হুন্ডাই। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির ভারতে বিক্রিত Exter, Grand i10 Nios, Aura এবং i20-এর মতো নির্বাচিত মডেলগুলিতে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্ট সংস্থার ২০২৪ সালে তৈরি মডেলগুলির উপর উপলব্ধ। স্টক শেষ না হওয়া পর্যন্ত অফার পাওয়া যাবে।

Hyundai Grand i10 Nios (দাম ৭.১৪ লক্ষ অন-রোড)

হুন্ডাইয়ের এই গাড়ির ২০২৪ সালের স্টকে ৬৮,০০০ টাকার সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। হ্যাচব্যাকে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে যা ৮৩ হর্সপাওয়ার এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বেশি মাইলেজের জন্য ক্রেতারা সিএনজি ভ্যারিয়েন্টও কিনতে পারেন। এই মডেলে পাওয়ার আউটপুট ২৬ এইচপি কমে যায়। তবে মাইলেজ বেড়ে ২৭ কিলোমিটার হয়ে যায়।

READ MORE:  Tesla Car: ৩২০ কিমি/ঘণ্টা গতি! ভারতে আসতে পারে Tesla Model S, কত হবে দাম? | May Tesla Model S Come To India

Hyundai i20 (দাম ৮.২৫ লক্ষ অন-রোড)

হুন্ডাইয়ের এই প্রিমিয়াম হ্যাচব্যাকের ২০২৪ সালের স্টকে ৬৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। গাড়ির বেস মডেল ১.২ লিটার পেট্রল ইঞ্জিন দ্বারা পরিচালিত, যার আউটপুট ৮৩ এইচপি এবং ১১৩ এনএম। এটি সিভিটি অটোমেটিক গিয়ারবক্স এবং ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অপশনে উপলব্ধ।

Hyundai Aura (দাম ৭.৭৯ লক্ষ অন-রোড)

হুন্ডাই অরা হল একটি সাব-৪ মিটার সেডান গাড়িটি সর্বাধিক ৫৩,০০০ টাকা বেনিফিটের সঙ্গে কেনা যাচ্ছে। পাওয়ারট্রেনের কথা বলতে গেলে, Grand i10 Nios-এর ৮৩ হর্সপাওয়ার উৎপন্নকারী ১.২-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এতে। পাঁচ গতির ম্যানুয়াল ও এএমটি গিয়ারবক্স বিকল্প বর্তমান। কিছু ভেরিয়েন্টে সিএনজি কিটও রয়েছে।

READ MORE:  Royal Enfield Classic 650 Launch: রাত পোহালেই লঞ্চ, কেমন দাম হবে রয়্যাল এনফিল্ডের বহু প্রতীক্ষিত Classic 650 বাইকের | Royal Enfield Classic 650 Price

Hyundai Exter (দাম ৭.৪০ লক্ষ অন-রোড)

হুন্ডাই এক্সটার হল একটি মাইক্রো এসইউভি, যা টাটা পাঞ্চের সঙ্গে প্রতিযোগিতার জন্য আনা হয়েছে। এতেও ১.২ লিটারের ৮৩ হর্সপাওয়ার উৎপাদনকারী পেট্রল ইঞ্জিন উপলব্ধ। গাড়িটির উপর ৪০,০০০ টাকা বেনিফিট পাওয়া যাচ্ছে। এটি ডুয়াল সিলিন্ডার সিএনজি মডেলেও কেনা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Huge Discount On Wagon R: স্টক খালি করতে সবথেকে জনপ্রিয় গাড়িতে বিপুল ছাড় দিচ্ছে Maruti, আজই করুন বুক | Maruti Suzuki Discount

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.