Hyundai EV Car: ২১ মিনিটে ৮০% চার্জ! স্টক ক্লিয়ার করতে জনপ্রিয় EV-তে ৪ লাখের ডিসকাউন্ট দিচ্ছে Hyundai | 4 Lakh Discount On Electric Vehicle
সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক গাড়ির বাজারে এবার বড়সড় ধামাকা আসলো। Hyundai যাদের জনপ্রিয় Hyundai Ioniq 5 SUV গাড়িতে এবার বিশাল ছাড় ঘোষণা করেছে। যদি আপনি নতুন ইলেকট্রিক গাড়ি কেনার পরিকল্পনা মাথায় আনেন, তাহলে এই অফার হতে পারে আপনার জন্য সেরা। এই কোম্পানি তাদের 2024 মডেলের স্টক ক্লিয়ার করার জন্য 4 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাই আর দেরি না করে চলুন গাড়িটির দাম, ফিচার এবং ছাড় সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিই।
প্রথমবার 2023 সালের জানুয়ারি মাসে 44.45 লক্ষ টাকা মূল্যে Hyundai Ioniq 5 SUV গাড়িটি বাজারে লঞ্চ হয়েছিল। এরপর গাড়িটির দাম বেড়ে 46.05 লক্ষ টাকায় পৌঁছেছিল। কিন্তু বর্তমানে 4 লক্ষ টাকা বিশাল ছাড়ের পর এখন গাড়িটির দাম দাঁড়িয়েছে মাত্র 42.05 লক্ষ টাকা। তাই যারা ইলেকট্রিক SUV কিনতে চাইছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। তবে বলে রাখি, স্টক খুবই সীমিত। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া বেটার।
সূত্র বলছে, Hyundai Ioniq 5 SUV গাড়িটির 72.6 kWh ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিলে 631 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গাড়িটি 217 Bhp পাওয়ার এবং 350 Nm টর্ক উৎপন্ন করতে পারে। চার্জিং টাইম নিয়ে কথা বললে 0 থেকে 80% চার্জ হতে মাত্র 21 মিনিট সময় লাগে, যদি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়। তবে 50 kWh চার্জারে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা।
গাড়িটির দৈর্ঘ্য রয়েছে 4634 মিমি., প্রস্থ 1890 মিমি., উচ্চতা 1625 মিমি. এবং হুইলবেস 3000 মিমি.। গাড়িটির ইন্টেরিয়ার ডিজাইন এক কথায় ইকো-ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়েই তৈরি করা হয়েছে, যা গাড়িটিকে আরো স্টাইলিশ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করে তুলেছে।
এই ইলেকট্রিক SUV গাড়িটিতে রয়েছে স্মার্ট টেকনোলজি এবং উন্নত কিছু সুরক্ষা ব্যবস্থা, যা দীর্ঘযাত্রাকে আরো আরামদায়ক করে তোলে। ফিচার সম্বন্ধে যদি কথা বলি, তাহলে গাড়িটিতে থাকছে 12.3-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্যানোরামিক সানরুফ এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটস। সুরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে ছয়টি এয়ারব্যাগ। পাশাপাশি রয়েছে 360° ক্যামেরা।
প্রথমত এই গাড়িটি দুর্দান্ত রেঞ্জ দেয় এবং চার্জিং স্পিড তো বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত গাড়িটিতে থাকছে স্মার্ট ফিচার এবং বিলাসবহুল ইন্টেরিয়র। দীর্ঘ যাত্রার জন্য এই গাড়িটি একদম পারফেক্ট অপশন। সব থেকে বড় ব্যাপার, 4 লক্ষ টাকা ডিসকাউন্ট! এরকম অফার বারবার আসবে না। তাই এখনই এই সুযোগকে কাজে লাগান।
ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী ৮ এপ্রিল থেকে তাদের সাতটি…
চীনের বাইটড্যান্সের কাছ থেকে জনপ্রিয় সোশ্যাল ভিডিয়ো প্ল্যাটফর্ম টিকটক (TikTok) কিনে নেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আত্মবিশ্বাসই কি কাল হল? গোটা ISL মরসুমে জয়টা যেন অভ্যাস হয়ে গিয়েছিল…
বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ও ভালো রিটার্ন পেতে আগ্রহী অনেকেই এলআইসির জীবন আনন্দ পলিসির দিকে ঝুঁকছেন।…
শ্বেতা মিত্র, কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য বড় খবর। এবার যাত্রীদের সুবিধার কথা…
লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি হল নাথিং। সম্প্রতি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক ঘোষণা করেছে তারা। সংস্থার তরফে…
This website uses cookies.