লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Hyundai EV Car: ২১ মিনিটে ৮০% চার্জ! স্টক ক্লিয়ার করতে জনপ্রিয় EV-তে ৪ লাখের ডিসকাউন্ট দিচ্ছে Hyundai | 4 Lakh Discount On Electric Vehicle

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক গাড়ির বাজারে এবার বড়সড় ধামাকা আসলো। Hyundai যাদের জনপ্রিয় Hyundai Ioniq 5 SUV গাড়িতে এবার বিশাল ছাড় ঘোষণা করেছে। যদি আপনি নতুন ইলেকট্রিক গাড়ি কেনার পরিকল্পনা মাথায় আনেন, তাহলে এই অফার হতে পারে আপনার জন্য সেরা। এই কোম্পানি তাদের 2024 মডেলের স্টক ক্লিয়ার করার জন্য 4 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাই আর দেরি না করে চলুন গাড়িটির দাম, ফিচার এবং ছাড় সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Hyundai Ioniq 5 SUV গাড়ির নতুন দাম কত?

প্রথমবার 2023 সালের জানুয়ারি মাসে 44.45 লক্ষ টাকা মূল্যে Hyundai Ioniq 5 SUV গাড়িটি বাজারে লঞ্চ হয়েছিল। এরপর গাড়িটির দাম বেড়ে 46.05 লক্ষ টাকায় পৌঁছেছিল। কিন্তু বর্তমানে 4 লক্ষ টাকা বিশাল ছাড়ের পর এখন গাড়িটির দাম দাঁড়িয়েছে মাত্র 42.05 লক্ষ টাকা। তাই যারা ইলেকট্রিক SUV কিনতে চাইছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা সুযোগ। তবে বলে রাখি, স্টক খুবই সীমিত। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া বেটার।

READ MORE:  ৩১ মার্চ ডেডলাইন! গাড়ির নম্বর প্লেট নিয়ে নয়া নিয়ম, না মানলেই ৫০০০ টাকা চালান

গাড়িটির পারফরম্যান্স

সূত্র বলছে, Hyundai Ioniq 5 SUV গাড়িটির 72.6 kWh ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিলে 631 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গাড়িটি 217 Bhp পাওয়ার এবং 350 Nm টর্ক উৎপন্ন করতে পারে। চার্জিং টাইম নিয়ে কথা বললে 0 থেকে 80% চার্জ হতে মাত্র 21 মিনিট সময় লাগে, যদি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়। তবে 50 kWh চার্জারে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গাড়িটির ডিজাইন এবং ডাইমেনশন

গাড়িটির দৈর্ঘ্য রয়েছে 4634 মিমি., প্রস্থ 1890 মিমি., উচ্চতা 1625 মিমি. এবং হুইলবেস 3000 মিমি.। গাড়িটির ইন্টেরিয়ার ডিজাইন এক কথায় ইকো-ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়েই তৈরি করা হয়েছে, যা গাড়িটিকে আরো স্টাইলিশ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করে তুলেছে।

READ MORE:  Tata Jio E Cycle: ইলেকট্রিক সাইকেলের জগতে কড়া টক্কর টাটা, জিওর! কোনটা সেরা? | Compare Between Tata And Jio E Cycle

নিরাপত্তা ফিচার

এই ইলেকট্রিক SUV গাড়িটিতে রয়েছে স্মার্ট টেকনোলজি এবং উন্নত কিছু সুরক্ষা ব্যবস্থা, যা দীর্ঘযাত্রাকে আরো আরামদায়ক করে তোলে। ফিচার সম্বন্ধে যদি কথা বলি, তাহলে গাড়িটিতে থাকছে 12.3-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্যানোরামিক সানরুফ এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটস। সুরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে ছয়টি এয়ারব্যাগ। পাশাপাশি রয়েছে 360° ক্যামেরা। 

কেন কিনবেন গাড়িটি?

প্রথমত এই গাড়িটি দুর্দান্ত রেঞ্জ দেয় এবং চার্জিং স্পিড তো বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত গাড়িটিতে থাকছে স্মার্ট ফিচার এবং বিলাসবহুল ইন্টেরিয়র। দীর্ঘ যাত্রার জন্য এই গাড়িটি একদম পারফেক্ট অপশন। সব থেকে বড় ব্যাপার, 4 লক্ষ টাকা ডিসকাউন্ট! এরকম অফার বারবার আসবে না। তাই এখনই এই সুযোগকে কাজে লাগান।

READ MORE:  ডিএ বাড়ছে না, তবে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার!
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.