ICC-র ঘাড়ে দায় ঠেলেও লাভ হলো না! ভুল বুঝে ভারতের পতাকা তুলল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছর পর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিদ্ধান্তে এবারের আয়োজক পাকিস্তান। তাই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে পাক ময়দানে। এদিকে হাইব্রিড মডেলের দাবিতে সিলমোহর পড়ায় দুবাইতেই ভারত তাদের সব ম্যাচ খেলবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এমতাবস্থায়, সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের করাচি স্টেডিয়ামের একটি ভিডিওতে মিনি বিশ্বকাপে অংশগ্রহণকারী 7 দলের পতাকা উড়তে দেখা গেলেও ভারতীয় পতাকার(Indian Flag) দেখা মেলেনি। আর এই ঘটনার পরই বিতর্কের জল গড়ায় বহুদূর। সূত্র বলছে, অবশেষে সেই বিতর্কে জল ঢেলে ভুল সংশোধন করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক স্টেডিয়ামে দেখা মিলেছে ভারতীয় পতাকার!

READ MORE:  Most Sixes In T20: রোহিতের রেকর্ড ভাঙলেন অভিষেক, T20 ম্যাচে সবথেকে বেশি ছয় হাঁকানোর রেকর্ড আরেক শর্মার | Abhishek Sharma Breaks Rohit Sharma's Record

পাকিস্তানে উত্তোলিত হলো ভারতীয় পতাকা

করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী 7 দলের পতাকা রাখলেও টিম ইন্ডিয়ার পতাকা লক্ষ্য করা যায়নি। আর এই ঘটনাকে সামনে রেখে বিতর্ক শুরু হলে যাবতীয় দায় ঝেড়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কোর্টে বল ঠেলে দেয় পিসিবি। পাক বোর্ডের তরফে জানানো হয়, আইসিসির সিদ্ধান্তই ভারতের পতাকা রাখা হয়নি করাচিতে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পিসিবি কর্তাদের বক্তব্য ছিল, আইসিসির দাবি অনুযায়ী, মূলত আইসিসি, আয়োজক দেশ এবং যাদের মধ্যে ম্যাচ হচ্ছে সেই দুই দেশ মিলিয়ে মোট 4টি পতাকা ছাড়া আর কোনও পতাকা রাখা যাবে না। এদিকে আইসিসির কাঁধে দায় চাপালেও করাচি স্টেডিয়ামে রাখা হয়েছিল 7 দলের পতাকা। আর এই ঘটনার পরই বিতর্কের পারদ তুঙ্গে ওঠে।

READ MORE:  Team India: আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায় | Manager R Devraj Leaves Team India

তবে শেষ পর্যন্ত গোটা ঘটনার সামাল দিতে না পেরে নিজেদের ভুল সংশোধন করে নিয়েছে পাকিস্তান। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, জল্পনা কমাতেই কি এই সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড?

ভারতের পতাকা বিতর্কে ফের মুখ খুলেছে পিসিবি

করাচি স্টেডিয়ামে ভারতীয় পতাকার জায়গা না হওয়ার দায় চাপানো হয়েছিল আইসিসির ওপর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছিল, আইসিসির সিদ্ধান্তেই করাচিতে ঠাঁই পায়নি ভারতীয় পতাকা। সেই প্রসঙ্গেই ফের মুখ খুলেছে পিসিবি!

READ MORE:  Terrorist Killed: ডেরায় ঢুকে নিকেশ ৩০ সন্ত্রাসবাদী, উথালপাতাল পাকিস্তান | Pakistan Army Kills 30 Terrorists in 3 Separate Operations

সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে পিসিবি কর্তারা জানিয়েছেন, হাইব্রিড মডেল মেনে ভারতীয় দল তাদের ম্যাচগুলি পাকিস্তানে নয়, দুবাইতে খেলছে। আর সেই কারণেই পাকিস্তানে এসে যেসব দেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করছে শুধুমাত্র তাদের পতাকাই করাচি স্টেডিয়ামে লাগানো হয়েছিল।

ভারত-পাকিস্তান ম্যাচে নজর থাকবে সকলের

আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। আর এই ম্যাচ শেষ হলেই 23 ফেব্রুয়ারি, বিগ সানডেতে পাকিস্তানের বিপক্ষে ভারতের বহু প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচ গড়াবে দুবাইয়ের মাঠে। বলে রাখা ভাল, রোহিতদের বিপক্ষে পাক ক্রিকেটারদের এই ম্যাচ উপভোগ করতে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারত-পাকিস্তান দুই দেশের সমর্থকরাই।

Scroll to Top