লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ICC: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে কেন অনুপস্থিত PCB কর্তারা? কারণ জানালো ICC | ICC Opens Up About PCB

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ((ICC Champions Trophy) আয়োজক ছিল পাকিস্তান। তবে আশ্চর্যের বিষয়, রবিবার দুবাইয়ে ভারতের জয়ের রাতে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না কোনও পাক ক্রিকেট কর্তা! হ্যাঁ, মরুদেশে মিনি বিশ্বকাপের মেগা ফাইনালে কিউই বধের পর টিম ইন্ডিয়ার সেলিব্রেশন থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্য করা যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাউকেই!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের নতুন দিগন্ত খুঁজে পেয়েছেন সমালোচকরা। যদিও দুবাইয়ে ফাইনালের মঞ্চে পাক কর্তাদের অনুপস্থিতির ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার শোয়েব আক্তার। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুবাইয়ে পিসিবি কর্তাদের অনুপস্থিতির কারণ জানিয়ে দিল আইসিসি।

READ MORE:  Champions Trophy: ডামাডোল পাকিস্তান ক্রিকেটে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফুটতেই বিরাট সিদ্ধান্ত PCB-র | Pakistan Cricket Board Sack Coach

কেন ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না কোনও পাক কর্তা?

রবিবার ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর মেন ইন ব্লুদের সেলিব্রেশনে চোখ ছিল গোটা বিশ্বের। তবে এদিন জয়ী ভারতীয় দল ও রানার্স আপ নিউজিল্যান্ডের পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গিয়েছিল আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি ও নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টোসকে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে আয়োজক দেশ হয়েও কেন মেগা ফাইনালের সমাপনী মঞ্চে উপস্থিত থাকলেন না পিসিবি কর্তারা? এমতাবস্থায়, আয়োজকদের অনুপস্থিতির কারণ জানিয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যম।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সম্প্রতি হাতে আসা একটি রিপোর্ট বলছে, মেগা ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়েছিল পিসিবি প্রধান মহসিন নকভিকে। তবে তিনি নাকি কিছু ব্যক্তিগত কারণে জন্য দুবাইয়ে পৌঁছতে পারেননি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। পিসিবি জানিয়েছে, আয়োজক হিসেবে তাদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয়নি। এহেন আবহে বড়সড় খবর জানিয়েছে আইসিসি।

READ MORE:  BCCI On Rohit Sharma: রোহিত না অন্য কেউ, ইংল্যান্ডে টেস্ট সিরিজে কাকে অধিনায়ক করছে BCCI? জানা গেল নাম | Rohit Sharma Likely To Lead India In Test Series Against England

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ‘নীরব নায়ক’ কে? নাম জানিয়ে দিলেন রোহিত শর্মা

সম্প্রতি জিও টিভিতে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির তরফে আয়োজক দেশের প্রধান, সহ-সভাপতি থেকে শুরু করে অন্যান্য ঊর্ধ্বতন কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল দুবাইয়ের ফাইনালে যোগ দেওয়ার জন্য। তবে ফাইনালের দিন পিসিবি প্রধান নকভিসহ পাক বোর্ডের কোনও কর্তাই কার্যত দুবাইয়ে আসতে রাজি হননি!

READ MORE:  Yuzvendra Chahal Divorce Case: আজই যুজি-ধনশ্রীর মামলার রায়দান, টিম ইন্ডিয়ায় প্রবেশের রাস্তা চিরতরে বন্ধ হল চাহালের? | High Court To Deliver Verdict In Yuzvendra Chahal Divorce Case Today
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.