ICC Champions Trophy 2025 Best XI: ICC-র সেরা একাদশ থেকে বাদ রোহিত, পাকিস্তান! দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়ার বাকিরা! দেখুন তালিকা | Rohit Sharma Not Named In ICC's Best XI
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাইনালের নায়ক হয়েও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) সেরা একাদশ থেকে বাদ পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। কিউইদের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে তাঁর অনবদ্য পারফরমেন্সই জিতিয়েছে ভারতকে, একথা বলার অবকাশ রাখেনা। তবে মিনি বিশ্বকাপের এ মরসুমে অপ্রতিরোধ্য থেকে দলকে সফল করেও আইসিসির সেরা এগারোতে নাম নেই শর্মার।
তবে অধিনায়ক বাদ পড়লেও তালিকায় দাপটের সাথে জায়গা করেছেন টিম ইন্ডিয়ার বাকিরা। উল্লেখ্য, আইসিসির সেরা একাদশের তালিকায় নাম উঠেছে আফগানদেরও তবে দুঃখের বিষয়, আয়োজক হয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মিনি বিশ্বকাপের সেরা একাদশে নাম তুলতে পারেনি পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা আপাতত শেষ। ফাইনালের মঞ্চে মরুদেশে মিচেল স্ট্যান্টনারের দল নিউজিল্যান্ডকে ঘরে ফেরার রাস্তা দেখিয়েছে রোহিতের ভারত। তবে মিনি বিশ্বকাপের প্রধান মঞ্চে যার কাঁধে ভর করে কার্যত ট্রফি তুলেছে ভারতের ছেলেরা সেই অধিনায়ক শর্মাকেই আগেভাগে চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ থেকে বাদ দিয়েছে আইসিসি। সূত্র বলছে, ফাইনালের মঞ্চে ভাল ক্রিকেট দেখালেও গোটা মরসুমে সেভাবে টিকে থেকে রান করার দৃষ্টান্ত তৈরি করতে পারেননি রোহিত। হয়তো সেই কারণেই সেরা একাদশ থেকে বাদ পড়লেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রকাশিত চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে সম্মানের সাথে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। বেশকিছু রিপোর্ট বলছে, এবারের টুর্নামেন্টের সেরা প্লেয়ার তথা ওপেনার হয়েছেন তিনিই।
খেলোয়াড়ের বিগত পরিসংখ্যান বলছে, এবারের মিনি বিশ্বকাপে ব্যাট হাতে 251 রান করেছেন রবীন্দ্র, সাথে রয়েছে দুটি দুরন্ত সেঞ্চুরি। বলে রাখি, অসামান্য ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে 3টি উইকেট তুলেছেন রাচীন।
বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সেরা একাদশে কিউই তারকা রবীন্দ্রর সাথে ওপেনার হিসেবে রাখা হয়েছে আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরানকে। আফগানিস্তানের এই খেলোয়াড় এ মরসুমে 216 রান গড়ে নিজের জাত চিনিয়েছেন, রয়েছে একটি সেঞ্চুরিও।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের জয়ের নেপথ্যে বিরাট কোহলির ব্যাটিং বিশেষ গুরুত্ব রাখছে। মিনি বিশ্বকাপের অপরাজেয় যাত্রায় কোহলি নিজের ব্যর্থতা কাটিয়ে দলের হয়ে বড় যোগদান রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির ইনিংস থেকে শুরু করে সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার মতো সুপার পাওয়ার দলের বিরুদ্ধে বিরাটের 84 রানের যোগদান দলের দুঃসময়ে বিশেষ কাজে লেগেছে। এই টুর্নামেন্টের হাত ধরেই ওয়ানডেতে 14 হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি।
আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে চার নম্বরে নাম রয়েছে ভারতীয় তারকা শ্রেয়স আইয়ারের। এবারের গোটা টুর্নামেন্ট অসামান্য অবদান রেখেছেন আইয়ার। দুটি হাফ সেঞ্চুরিসহ 243 রান করে ভারতের ব্যাটিং বিভাগের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন আইয়ার। একইভাবে তালিকার পঞ্চম স্থানে নাম উঠেছে কে এল রাহুলের। এ যাত্রায় 140 রান করে দলের দুঃসময় পাশে থেকেছেন রাহুল। ব্যাটিংয়ের পাশাপাশি রাহুলের উইকেটকিপিংও ভারতের মিনি বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ হয়ে উঠেছে।
অবশ্যই পড়ুন: IPL শুরুর দু’সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সেরা একাদশে ছয় নম্বরে নাম রয়েছে নিউজিল্যান্ডের তাবড় তারকা গ্লেন ফিলিপসের। এবারের প্রতিযোগিতায় তাঁর রান ছিল 177, সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তালিকার সপ্তম স্থানে নাম রয়েছে আফগান খেলোয়াড় আজমাতুল্লা ওমরজাইয়ের। এই আফগান তারকা 7টি উইকেট পেয়েছেন। তালিকার অষ্টম স্থানে নাম উঠেছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্টান্টনারের।
এ মরসুমে তাঁর ঝুলিতে 9টি উইকেট এসেছে। সম সংখ্যক উইকেট তুলে সেরা একাদশের 9 নম্বরে স্থান পেয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তবে আশ্চর্যের বিষয়, 10টি উইকেট নিয়ে তালিকার 10 নম্বরে রয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। অন্যদিকে একাদশতম স্থানে জায়গা হয়েছে ভারতীয় ধুরন্ধর বরুণ চক্রবর্তীর। তাঁর উইকেট সংখ্যা 9। বলে রাখি, তালিকার দ্বাদশ স্থানেও একজনের নাম রয়েছে। তিনি হলেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। প্যাটেল এ মরসুমে 5 উইকেট ভেঙেছেন।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.