লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ICC Champions Trophy 2025 Best XI: ICC-র সেরা একাদশ থেকে বাদ রোহিত, পাকিস্তান! দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়ার বাকিরা! দেখুন তালিকা | Rohit Sharma Not Named In ICC’s Best XI

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাইনালের নায়ক হয়েও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) সেরা একাদশ থেকে বাদ পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। কিউইদের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে তাঁর অনবদ্য পারফরমেন্সই জিতিয়েছে ভারতকে, একথা বলার অবকাশ রাখেনা। তবে মিনি বিশ্বকাপের এ মরসুমে অপ্রতিরোধ্য থেকে দলকে সফল করেও আইসিসির সেরা এগারোতে নাম নেই শর্মার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে অধিনায়ক বাদ পড়লেও তালিকায় দাপটের সাথে জায়গা করেছেন টিম ইন্ডিয়ার বাকিরা। উল্লেখ্য, আইসিসির সেরা একাদশের তালিকায় নাম উঠেছে আফগানদেরও তবে দুঃখের বিষয়, আয়োজক হয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মিনি বিশ্বকাপের সেরা একাদশে নাম তুলতে পারেনি পাকিস্তান।

সেরা একাদশে নাম নেই শর্মার

চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা আপাতত শেষ। ফাইনালের মঞ্চে মরুদেশে মিচেল স্ট্যান্টনারের দল নিউজিল্যান্ডকে ঘরে ফেরার রাস্তা দেখিয়েছে রোহিতের ভারত। তবে মিনি বিশ্বকাপের প্রধান মঞ্চে যার কাঁধে ভর করে কার্যত ট্রফি তুলেছে ভারতের ছেলেরা সেই অধিনায়ক শর্মাকেই আগেভাগে চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ থেকে বাদ দিয়েছে আইসিসি। সূত্র বলছে, ফাইনালের মঞ্চে ভাল ক্রিকেট দেখালেও গোটা মরসুমে সেভাবে টিকে থেকে রান করার দৃষ্টান্ত তৈরি করতে পারেননি রোহিত। হয়তো সেই কারণেই সেরা একাদশ থেকে বাদ পড়লেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কিউই তারকা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রকাশিত চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে সম্মানের সাথে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। বেশকিছু রিপোর্ট বলছে, এবারের টুর্নামেন্টের সেরা প্লেয়ার তথা ওপেনার হয়েছেন তিনিই।

READ MORE:  India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই শামিকে নিয়ে দুঃসংবাদ টিম ইন্ডিয়ায় | May Mohammed Shami Ruled Out Against NZ

খেলোয়াড়ের বিগত পরিসংখ্যান বলছে, এবারের মিনি বিশ্বকাপে ব্যাট হাতে 251 রান করেছেন রবীন্দ্র, সাথে রয়েছে দুটি দুরন্ত সেঞ্চুরি। বলে রাখি, অসামান্য ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে 3টি উইকেট তুলেছেন রাচীন।

একাদশে আফগান তারকা

বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সেরা একাদশে কিউই তারকা রবীন্দ্রর সাথে ওপেনার হিসেবে রাখা হয়েছে আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরানকে। আফগানিস্তানের এই খেলোয়াড় এ মরসুমে 216 রান গড়ে নিজের জাত চিনিয়েছেন, রয়েছে একটি সেঞ্চুরিও।

READ MORE:  Viral Video: 'ভাঙবে না', মেড ইন ইন্ডিয়ার ট্যাবলেট হাতে নিয়ে দাবি রেল মন্ত্রীর! ভাইরাল ভিডিও | Made In India Tablet

তালিকার 3 নম্বরে বিরাট

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের জয়ের নেপথ্যে বিরাট কোহলির ব্যাটিং বিশেষ গুরুত্ব রাখছে। মিনি বিশ্বকাপের অপরাজেয় যাত্রায় কোহলি নিজের ব্যর্থতা কাটিয়ে দলের হয়ে বড় যোগদান রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির ইনিংস থেকে শুরু করে সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার মতো সুপার পাওয়ার দলের বিরুদ্ধে বিরাটের 84 রানের যোগদান দলের দুঃসময়ে বিশেষ কাজে লেগেছে। এই টুর্নামেন্টের হাত ধরেই ওয়ানডেতে 14 হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি।

চার ও পাঁচে ভারতের দুই পরিচিত মুখ

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে চার নম্বরে নাম রয়েছে ভারতীয় তারকা শ্রেয়স আইয়ারের। এবারের গোটা টুর্নামেন্ট অসামান্য অবদান রেখেছেন আইয়ার। দুটি হাফ সেঞ্চুরিসহ 243 রান করে ভারতের ব্যাটিং বিভাগের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন আইয়ার। একইভাবে তালিকার পঞ্চম স্থানে নাম উঠেছে কে এল রাহুলের। এ যাত্রায় 140 রান করে দলের দুঃসময় পাশে থেকেছেন রাহুল। ব্যাটিংয়ের পাশাপাশি রাহুলের উইকেটকিপিংও ভারতের মিনি বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ হয়ে উঠেছে।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে যশস্বী নয়, এই তরুণ তুর্কি হবেন ওপেনার | Not Yashasvi Jaiswal Shubman Gill May Start Inning

অবশ্যই পড়ুন: IPL শুরুর দু’সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI

এক নজরে বাকি ছয়ের তালিকা

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সেরা একাদশে ছয় নম্বরে নাম রয়েছে নিউজিল্যান্ডের তাবড় তারকা গ্লেন ফিলিপসের। এবারের প্রতিযোগিতায় তাঁর রান ছিল 177, সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তালিকার সপ্তম স্থানে নাম রয়েছে আফগান খেলোয়াড় আজমাতুল্লা ওমরজাইয়ের। এই আফগান তারকা 7টি উইকেট পেয়েছেন। তালিকার অষ্টম স্থানে নাম উঠেছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্টান্টনারের।

এ মরসুমে তাঁর ঝুলিতে 9টি উইকেট এসেছে। সম সংখ্যক উইকেট তুলে সেরা একাদশের 9 নম্বরে স্থান পেয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তবে আশ্চর্যের বিষয়, 10টি উইকেট নিয়ে তালিকার 10 নম্বরে রয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। অন্যদিকে একাদশতম স্থানে জায়গা হয়েছে ভারতীয় ধুরন্ধর বরুণ চক্রবর্তীর। তাঁর উইকেট সংখ্যা 9। বলে রাখি, তালিকার দ্বাদশ স্থানেও একজনের নাম রয়েছে। তিনি হলেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। প্যাটেল এ মরসুমে 5 উইকেট ভেঙেছেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.