লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ICC Champions Trophy: ভারতের পর এবার পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত আম্পায়ারেরও, চ্যাম্পিয়নস ট্রফিতে শোরগোল | Umpire NItin Menon Will Not Going To Pakistan

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু আগেই পাক ময়দানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) টুর্নামেন্ট খেলতে অস্বীকার করেছিল ভারত। সেই সূত্র ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিতে সিলমোহর দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ভারতের মিনি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি আয়োজন করা হচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই গড়াবে বহু প্রতিক্ষিত CT টুর্নামেন্ট। এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফির প্রাক্কালে ICC আম্পায়ারদের এলিট প্যানেলের একমাত্র ভারতীয় প্রতিনিধি নীতিন মেনন পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যেই ঘটনা বড় ধাক্কা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে ICC

বুধবার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ কর্মকর্তাদের 15 সদস্যের তালিকা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ICC-র ঘোষিত তালিকায় নাম রয়েছে 3 জন ম্যাচ রেফারি ও 12 জন আম্পায়ারের। যারা 19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ থেকে শুরু করে 9 মার্চ ফাইনাল ম্যাচ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

READ MORE:  ভারতীয় হিসেবে ইতিহাস গড়ার পথে শামি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তালিকা অনুযায়ী, 8 দলের টুর্নামেন্টের জন্য ম্যাচ রেফারি হিসেবে অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে এবং জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফটকে মনোনীত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বলে রাখা ভাল, আসন্ন আইসিসি টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানের 3 স্টেডিয়াম করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। অন্যদিকে দুবাইয়ে ম্যাচ খেলবে ভারতীয় দল।

কেন ICC CT টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন মেনন?

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র মারফত খবর, নীতিন মেননকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের জন্য অন্তর্ভুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে সেই চেষ্টায় মোম গলেনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে অস্বীকার করেন মেনন।

READ MORE:  Champions Trophy 2025: শচীনের পর চ্যাম্পিয়নস ট্রফিতে এবার গেইল, সৌরভের মহা রেকর্ড ভাঙবেন কোহলি | Virat Kohli Will Breaks Sourav Ganguly And Chris Gayle Records

কাজেই প্রশ্ন উঠছে পাকিস্তানে না গেলেও দুবাইয়ে ভারতের ম্যাচগুলিতে কেন আম্পায়ারিং করবেন না তিনি? সেক্ষেত্রে বলি, আইসিসি মূলত নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের নীতি অনুসরণ করে। তাই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যেহেতু পাকিস্তান ফলত সে দেশে গিয়ে আম্পায়ারিং না করলে হাইব্রিড মডেল মেনে আয়োজিত ময়দানেও আম্পায়ারিংয়ের সুযোগ থাকছে না মেননের।

এক নজরে 2025 চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়োজিত 12 জন আম্পায়ারের তালিকা

কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলাহ ইবনে শহীদ, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন।

READ MORE:  Yuzvendra Chahal: ধনশ্রীকে সরিয়ে এসব! চাহালের সাথে কে এই রহস্যময়ী মহিলা? জানা গেল আসল পরিচয় | Rj Mahvash Yuzvendra Chahal Relations
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.