লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ICC T20 Ranking List: টি-টোয়েন্টির ১ নম্বর অলরাউন্ডার হার্দিক, ফর্মে থেকেও পিছিয়ে গেলেন বরুণ! দেখুন তালিকা | ICC T20 Ranking List

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বমহিমায় হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) শেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকায় নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছেন পান্ডিয়া। বর্তমানে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং লিস্টে আসন ধরে রেখেছেন ভারতীয় তারকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর থেকে 20 ওভারের ফরম্যাটে ধারাবাহিক দাপট বজায় রেখেছেন তিনি। তবে দুঃখের বিষয়, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকায় ছন্দপতন হয়েছে ভারতের পাওয়ার কার্ড তথা রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর।

বড় ধাক্কা বরুণের

টি-টোয়েন্টি ক্রিকেট মূলত মোমেন্টামের খেলা। কিন্তু এই মুহূর্তযুদ্ধে সর্বদাই এগিয়ে থাকেন চক্রবর্তী। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির র‍্যাঙ্কিং তালিকায় এগোতে পারলেন না। বরং, ছন্দপতন হওয়ার কারণে আরও এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছেন ভারতের মিস্ট্রি স্পিনার। বলে রাখি, 706 রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি(723 রেটিং পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজের আকিয়াল হুসেনের(706 রেটিং পয়েন্ট) থেকে পিছিয়ে রয়েছেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তালিকায় বাকি বোলারদের অবস্থান

ভারতীয় তারকা বরুণ চক্রবর্তীর পাশাপাশি স্বদেশী লেগ স্পিনার রবি বিষ্ণোই 678 পয়েন্ট নিয়ে 7 নম্বরে ও বাঁহাতি পেসার আর্শদীপ সিং 653 পয়েন্টে 10 নম্বরে রয়েছেন। অন্যদিকে ভারতের আরেক অলরাউন্ডার তথা ধুরন্ধর স্পিনার অক্ষর প্যাটেল 13 নম্বর স্থানে জায়গা পেয়েছেন।

READ MORE:  Mohun Bagan: মিলছে না অনুশীলনের জায়গা! সেমির আগে দুশ্চিন্তায় মোহনবাগান| Mohun Bagan Is Worried For Club Ground

বলা বাহুল্য, পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি 4-1 ব্যবধানে সিরিজ জয়ের পর দুরন্ত পারফরমেন্সের কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার র‍্যাঙ্কিং তালিকায় 1 নম্বরে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি। বলা ভাল, এই প্রথমবারের জন্য নিউজিল্যান্ড পেসার ডাফি কোনও ফরম্যাটে 1 নম্বর র‍্যাঙ্ক অর্জন করলেন।

টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাঙ্ক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং তালিকার শীর্ষে রয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেড। টি-টোয়েন্টি ঘরানায় দুর্দান্ত ব্যাটিং করে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মা। অন্যদিকে তালিকার একেবারে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। পাশাপাশি চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় ব্যাটার তিলক বর্মা ও সূর্য কুমার যাদব।

অবশ্যই পড়ুন: কীভাবে, কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন মোহনবাগান Vs জামশেদপুর সেমিফাইনাল?

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে পান্ডিয়া

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকার একেবারে মগডালে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। একজন দক্ষ অলরাউন্ডার হিসেবে ICC-র তরফে 252 রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। পান্ডিয়ার পরই তালিকায় জায়গা হয়েছে নেপালের দীপেন্দ্র সিং আইরি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিসের। সেই সাথেই নিউজিল্যান্ডের টিম সেইফার্টও সেরা অলরাউন্ডারদের শীর্ষ দশে জায়গা করেছেন।

READ MORE:  India Vs New Zealand: ম্যাচ শেষের আগেই কিউইদের কাছে হারলো ভারত!| ICC Champions Trophy
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.