Categories: চাকরি

IDBI Bank Recruitment 2025: বেতন ৬৪,৮২০! IDBI ব্যাঙ্কে পরীক্ষা ছাড়াই প্রচুর স্টাফ নিয়োগ চলছে | Bank Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুযোগ। কারণ IDBI Bank Limited সম্প্রতি বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে ভারতীয় নাগরিক হলে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এমনকি এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, কটি শূন্যপদ রয়েছে, শিক্ষকতা যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | IDBI Bank Recruitment 2025 |

IDBI Bank Limited এর তরফ থেকে বিভিন্ন বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ১১৯টি। পাশাপাশি প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে Audit – Information System (IS) বিভাগে আবেদন করার জন্য B.E/B.Tech (IT, Electronics, Computer Science) বা M.Sc./MCA (IT/CS) ডিগ্রি অর্জন করতে হবে। Finance & Accounts বিভাগে আবেদন করার জন্য CA/ICWA/MBA (Finance) ডিগ্রি অর্জন করতে হবে। Risk Management পদে আবেদন করার জন্য B.E/B.Tech (IT/Electronics/CS) বা M.Sc./MCA ডিগ্রি অর্জন করতে হবে। এরকম প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। 

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, ডেপুটি জেনারেল ম্যানেজার পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৫ থেকে ৪৫ বছর। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে আবেদন করার জন্য বয়স লাগবে ২৮ থেকে ৪০ বছর এবং ম্যানেজার পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৫ থেকে ৩৫ বছর।

বেতন কাঠামো

যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্যাংকের চাকরি, তাই শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ১,০২,৩০০/- টাকা থেকে ১,২০,৯৪০/- টাকা বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৮৫,৯২০/- টাকা থেকে ১,০৫,২৮০/- টাকা বেতন দেওয়া হবে এবং ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৬৪,৮২০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা IDBI ব্যাংকের এই পদগুলিতে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে IDBI ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

২) এরপর “Career” সেকশনে গিয়ে “IDBI Bank SO Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন। 

৩) এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৪) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 

৬) এরপর অনলাইনের মাধ্যমেই আবেদন ফি জমা দিন এবং সাবমিট করুন।

জানিয়ে রাখি, এখানে General / OBC / EWS প্রার্থীদের আবেদন করার জন্য ১০৫০/- টাকা আবেদন ফি লাগবে এবং SC / ST / PwBD প্রার্থীদের আবেদন করার জন্য ২৫০/- টাকা আবেদন ফি লাগবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তিতে যেমনট জানানো হয়েছে, এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৭ই এপ্রিল, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ২০ই মে, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।

নিয়োগ প্রক্রিয়া

IDBI ব্যাংকের এই পদগুলিতে কোনোরকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। যেমনটা জানা যাচ্ছে, দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম একটি গ্রুপ ডিসকাশন করা হবে। তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- IDBI Bank Official Website

অফিসিয়াল নোটিশ- IDBI Bank Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Bhojpuri Video: গোলাপি শাড়িতে কাজলের মুগ্ধকর নাচ, দেখুন নতুন গানের ভিডিও

​ভোজপুরি চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি খেসারি লাল যাদব এবং কাজল রাঘবানি আবারও দর্শকদের মুগ্ধ করেছেন…

1 minute ago

Web Series: উল্লুর নতুন ওয়েব সিরিজ ‘Namak’ নিয়ে দর্শকদের উন্মাদনা, ঘরে একা দেখুন

​উল্লু অ্যাপের নতুন ওয়েব সিরিজ ‘নমক’ দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে…

3 minutes ago

Business Idea: সারাবছর আকাশছোঁয়া চাহিদা, ক্রেতার অভাব নেই! স্বল্প বিনিয়োগে এই ব্যবসায় দ্বিগুণ লাভ | Stationery Shop Business

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান যুগে চাকরির যা অবস্থা, তাতে অনেকেই পড়াশোনা থেকে পিছিয়ে আসছে। আর…

19 minutes ago

ট্যারিফ বৃদ্ধির জের, 30 হাজার টাকা বাড়তে চলেছে iPhone 16 এর দাম | iPhone 16 Series Price Increase

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন ট্যারিফ কার্যকর করেছেন। এই ট্যারিফের ফলে আইফোন প্রেমীরা জোর…

31 minutes ago

Railways Rules change: রেলওয়ের টিকিট নিয়মে বড় পরিবর্তন, জানুন কী চমক অপেক্ষা করছে

ভারতীয় রেলওয়ে সম্প্রতি টিকিট সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে, যা যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব…

38 minutes ago

ভারতকে প্যাঁচে ফেলার প্ল্যান বানচাল! বাংলাদেশকে ল্যাং মেরে জাত চেনাল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বাসঘাতকতার নতুন নজির গড়ল পাকিস্তান (Pakistan)! এবারে পাকিস্তানের নিশানায় মহম্মদ ইউনূসের বাংলাদেশ।…

52 minutes ago

This website uses cookies.