IDBI Bank Recruitment 2025: বেতন ৬৪,৮২০! IDBI ব্যাঙ্কে পরীক্ষা ছাড়াই প্রচুর স্টাফ নিয়োগ চলছে | Bank Recruitment
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুযোগ। কারণ IDBI Bank Limited সম্প্রতি বিশেষজ্ঞ ক্যাডার অফিসার পদে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে ভারতীয় নাগরিক হলে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এমনকি এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।
কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, কটি শূন্যপদ রয়েছে, শিক্ষকতা যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
IDBI Bank Limited এর তরফ থেকে বিভিন্ন বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ১১৯টি। পাশাপাশি প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে Audit – Information System (IS) বিভাগে আবেদন করার জন্য B.E/B.Tech (IT, Electronics, Computer Science) বা M.Sc./MCA (IT/CS) ডিগ্রি অর্জন করতে হবে। Finance & Accounts বিভাগে আবেদন করার জন্য CA/ICWA/MBA (Finance) ডিগ্রি অর্জন করতে হবে। Risk Management পদে আবেদন করার জন্য B.E/B.Tech (IT/Electronics/CS) বা M.Sc./MCA ডিগ্রি অর্জন করতে হবে। এরকম প্রত্যেকটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, ডেপুটি জেনারেল ম্যানেজার পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৫ থেকে ৪৫ বছর। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে আবেদন করার জন্য বয়স লাগবে ২৮ থেকে ৪০ বছর এবং ম্যানেজার পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৫ থেকে ৩৫ বছর।
যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্যাংকের চাকরি, তাই শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ১,০২,৩০০/- টাকা থেকে ১,২০,৯৪০/- টাকা বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৮৫,৯২০/- টাকা থেকে ১,০৫,২৮০/- টাকা বেতন দেওয়া হবে এবং ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৬৪,৮২০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা বেতন দেওয়া হবে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা IDBI ব্যাংকের এই পদগুলিতে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে IDBI ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) এরপর “Career” সেকশনে গিয়ে “IDBI Bank SO Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪) এরপর নির্ধারিত আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৬) এরপর অনলাইনের মাধ্যমেই আবেদন ফি জমা দিন এবং সাবমিট করুন।
জানিয়ে রাখি, এখানে General / OBC / EWS প্রার্থীদের আবেদন করার জন্য ১০৫০/- টাকা আবেদন ফি লাগবে এবং SC / ST / PwBD প্রার্থীদের আবেদন করার জন্য ২৫০/- টাকা আবেদন ফি লাগবে।
বিজ্ঞপ্তিতে যেমনট জানানো হয়েছে, এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৭ই এপ্রিল, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ২০ই মে, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।
IDBI ব্যাংকের এই পদগুলিতে কোনোরকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। যেমনটা জানা যাচ্ছে, দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম একটি গ্রুপ ডিসকাশন করা হবে। তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- IDBI Bank Official Website
অফিসিয়াল নোটিশ- IDBI Bank Official Notification
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২০২৪-এ ভারতের ঐতিহাসিক টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘কাক কখনও কোকিল হয়?’, প্রায়শই এই প্রচলিত প্রবাদে কুচকুচে কালো প্রাণীটির প্রসঙ্গ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্ষা এলেই উত্তরবঙ্গবাসীর মনে একটাই চিন্তা, সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় ধস…
This website uses cookies.