লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India Post GDS Recruitment: মাধ্যমিক পাসে ইন্টারভিউ দিয়েই পোস্ট অফিসে চাকরি, ৬৫২০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | India Post GDS Recruitment How to Apply Online

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছোট থেকে সরকারি চাকরির আশা অনেকেই করেন। কিন্তু কখনো যোগ্যতার কারণে তো কখনো বয়সের কারণে বহু চাকরির ফর্ম ফিলাপ করাই হয়ে ওঠে না। তবে চিন্তা নেই ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকেই বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নূন্যতম মাধ্যমিক যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন? আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত।

ভারতীয় ডাক বিভাগে নিয়োগের বিগুপ্তি জারি | India Post Recruitment 2025

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গোটা ভারতের যে কোনো জায়গা থেকে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে চাকরি হবে সমস্ত তথ্য নিচে জানানো হল।

India Post GDS Recruitment শূন্যপদের বিবরণ

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৫,২০০ পদে নিয়োগ করা হবে। গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। তবে এই শূন্যপদ সংখ্যা গোটা দেশের হিসাবে জানানো হয়েছে। প্রতিটা রাজ্য ভিত্তিক শূন্যপদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

READ MORE:  Indian Army Recruitment 2025: স্নাতক হলে ভারতীয় সেনায় চাকরির সুযোগ, বেতন ৫৬০০০ থেকে শুরু! জারি নিয়োগের বিজ্ঞপ্তি | Ndian Army Recruitment

বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ডাক সেবক পদের জন্য ১০,০০০ টাকা থেকে শুরু করে ২৯,৩৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

  • যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই মাধ্যমিক পাস বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
  • আবেদনকারীকে স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে।
  • কম্পিউটারের বেসিক সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে। এছাড়া সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করা যেতে পারে। তবে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর ও PwD প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।

অনলাইনের আবেদনের পদ্ধতি | Online Application for Post Office GDS Recruitment 2025

আপনি যদি পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেই পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ জানানো হলঃ

  • প্রথমেই আপনাকে GDS পদে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
  • এবার রেজিস্ট্রেশন করে যে আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন সেটা দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আবেদনের ফর্মটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • ফর্ম পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর সবটা শুরু থেকে চেক করে সাবমিট করতে হবে।
  • ফর্ম সাবমিট করার পর আবেদনের ফি জমা দিতে হবে। সেটা দেওয়া হয়ে গেলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। তবে আবেদন শেষ হওয়ার পর ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য।
READ MORE:  Indian Navy Recruitment 2025: মাধ্যমিক পাসে ভারতীয় নেভিতে প্রচুর শূন্যপদে গ্রুপ-সি নিয়োগ, বাংলার চাকরিপ্রার্থীদের জন্যও সুযোগ | Madhyamik Pass Job

আবেনদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড / ভোটার কার্ড
  • মাধ্যমিক পাশের শংসাপত্র
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ কালার ছবি

নিয়োগের পদ্ধতি | Post Office Gramin Dak Sevak Selection Process

গ্রামীণ ডাক সেবক পদের জন্য আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না। তাই আবেদন করার পর নাম্বারের ভিত্তিতে প্রথমে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এরপর যাদের নাম সবার আগে থাকবে তাদের ডাকা হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। কিছু ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগ পত্র দেওয়া হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে মেডিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হয় তারপর নিয়োগ দেওয়া হয়।

READ MORE:  CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাসে অজস্র কনস্টেবল নিয়োগ CISF-এ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে | Madhyamik Pass Job

আবেদনের শেষ তারিখ

এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩রা মার্চ থেকে। যেটা চলবে ২৮শে মার্চ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – Official Website

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.