India Vs Australia: কাজে আসবে না বরুণদের জাদু! ভারতীয় স্পিনারদের মাঠে মারতে নতুন কৌশল অস্ট্রেলিয়ার | Australia Is Ready To Face Indian Spinners
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার কিউইদের ম্যাচে ভারতীয় স্পিনারদের দাপট দেখে কার্যত ভয় পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (Australia)! আর সেই ভয় কাটাতেই বরুণ চক্রবর্তীদের বিরুদ্ধে নতুন কৌশল ফাঁদলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। টিম ইন্ডিয়ার ঘূর্ণিবাজদের হাতে বধ হওয়া নিউজিল্যান্ডের গলদঘর্ম অবস্থা দেখে বোঝাই গিয়েছিল সেমিফাইনালের মঞ্চে অজি ব্যাটারদের রানে কোপ বসাবে ভারতের নিজস্ব অস্ত্র স্পিন। আর সেই আশঙ্কাকে মাথায় রেখেই ভারতের স্পিন আক্রমণের বিরুদ্ধে জোরালো অনুশীলন শুরু সারলেন অজিরা।
দুবাইয়ের পিচ ভারতীয় স্পিনারদের কাছে এখন হাতের তালুবন্দি। আর সেই ঘটনা আগে ভাগে জেনেই রবিবার দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমি মাঠে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে জোরালো অনুশীলন সেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সূত্রের খবর, প্রায় 3 ঘন্টা সময় নিয়ে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে বিশেষ কৌশলে অনুশীলন চালিয়েছে অস্ট্রেলিয়া। তবে তা হলেও দুবাইয়ের স্পিন নির্ভর পিচে ভারতীয় স্পিনারদের টেক্কা দেওয়াটা যথেষ্ট চাপের হতে চলেছে অস্ট্রেলিয়ার পক্ষে।
কিন্তু সেই পথে যাতে হুমড়ি খেয়ে পড়তে না হয় সেজন্য রবিবার স্পিনারদের বিরুদ্ধে আলাদা করে অনুশীলন সেরেছেন অজিরা। শোনা যাচ্ছে, রবিবার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডরা হালকা হাতে অনুশীলন করলেও দলের বাকি ব্যাটসম্যানরা এদিন ব্যাট হাতে যথেষ্ট পরিশ্রম করেছেন। অজিদের এই অনুশীলনের পরেই প্রশ্ন উঠছে তাহলে কি মঙ্গলবারের ম্যাচে ব্যর্থ হবে বরুণ, কুলদীপ, অক্ষর ও জাদেজার বোলিং? উত্তর মিলবে আগামীকালই।
চলতি মরসুমে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই মিনি বিশ্বকাপে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তার ওপর আবার চোট ও নানান ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট থেকে খেলোয়াড়দের ছিটকে যাওয়ার তালিকা বিরাট লম্বা। চোট থাকায় এবারের মরসুমে জায়গা হয়নি অজি তারকা প্যাট কামিন্স ও জোশ হেজেলউডের।
বেশ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি ইভেন্টে খেলছেন না মিচেল স্টার্ক। একপ্রকার সমগোত্রীয় কারণে দলে নেই মিচেল মার্শও। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার তাবড় তারকা মার্কাস স্টইনিসের। দলের অভিজ্ঞ তারকাদের চোটের মাঝেই সম্প্রতি আফগানিস্তানের ম্যাচ চলাকালীন চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট।
এহেন আবহে দলের বিশ্বস্ত সৈনিকদের অভাবে একপ্রকার নিঃশ্বাস চেপে লড়াই করে যাচ্ছে অস্ট্রেলিয়া। যদিও ম্যাথুর বিকল্প হিসেবে দলে ফিরেছেন 21 বছর বয়সী তরুণ কুপার কনলি। তবে তা সত্ত্বেও ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট চাপে রয়েছে অজিরা।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.