বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার কিউই বধের পর মঙ্গলবার ক্যাঙ্গারুদের দল অস্ট্রেলিয়াকে মিনি বিশ্বকাপের আসর থেকে কার্যত তাড়া করে মাঠ ছাড়া করেছে রোহিত শর্মার ভারত (Team India)। যার দরুন ফাইনালের আসন পাকা করার পাশাপাশি 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পুরনো হিসেব মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ধারাবাহিক জয়ের পর অস্ট্রেলিয়ার ম্যাচে এক প্রকার রনমূর্তি ধরেছিলেন টিম ইন্ডিয়ার 6 তারকা। রিপোর্ট বলছে, তাঁদের কীর্তিতেই গতকাল অজি বধ করেছে মেন ইন ব্লু। চলুন জেনে নেওয়া যাক ভারতের সেই 6 নক্ষত্রের মঙ্গলবারের দাপুটে ক্রিকেট সম্পর্কে।
বরুণ চক্রবর্তী
মঙ্গলবার ফের টসে হেরে ফিল্ডিং করতে নামে ভারতীয় দল। সেই মতো ব্যাট উঁচিয়ে টিম ইন্ডিয়ার বোলারদের ছাতু করতে মাঠে নামে দুই অস্ট্রেলিয়ান ওপেনার। ম্যাচের শুরুর দিকে সেভাবে রান না উঠলেও আচমকা ব্যাটে ঝড় তোলেন ট্রাভিস হেডরা। গতকাল হেডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভারতের লক্ষ্যে বড় সংখ্যা জুড়বেন তিনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ঠিক সেই সময়ে দলের উদ্ধারকারী হিসেবে মাঠে নামেন বরুণ চক্রবর্তী। বল হাতে দাপটের সাথে হেডের উইকেট তুলে দেন টিম ইন্ডিয়ার এই নতুন চমক। আর তাতেই থিতিয়ে যায় অস্ট্রেলিয়ার রানের গতি। বলে রাখি, মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট 2টি উইকেট নিয়েছেন ভারতের ভরসার কাঁধ বরুণ।
মহম্মদ শামি
চলতি মিনি বিশ্বকাপে দলের হয়ে শুভারম্ভ করেছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বাংলাদেশের শান্তদের বিরুদ্ধে 5 উইকেট তুলে সে ম্যাচের মহানায়ক হয়ে উঠেছিলেন এই অভিজ্ঞ ভারতীয় তারকা। তবে এরপর পাকিস্তান এবং নিউজিল্যান্ড কোনও দলের বিরুদ্ধেই উইকেট পাননি শামি। উইকেট না পাওয়ার আক্ষেপ তাকে কুরে কুরে খাচ্ছিল। ঠিক সেই সময়ে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 উইকেট তুললেন ভারতের এই তাবড় তারকা।
বিরাট কোহলি
গত 23 ফেব্রুয়ারি, রবিবার রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে মরুদেশে স্বমহিমায় ছিলেন বিরাট কোহলি। এদিন সুকৌশলে নিজের হাতে স্ট্রাইক রেখে 14 হাজার রানের মাইল ফলক ছোঁয়ার পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় মহতারকা। যার জেরে জিতেছিল ভারত। তবে কিউইদের ম্যাচে তাঁর ব্যাটে আগুন ঝরতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, হয়তো সেই ব্যর্থতাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাটিয়ে ফেললেন কোহলি। গতকাল অস্ট্রেলিয়ান বোলারদের ছাতু করে ফের দলের গুরু দায়িত্ব পালন করেছেন বিরাট। এদিন কোহলির ব্যাট থেকে 84 রানের যোগদান পায় ভারত।
শ্রেয়স আইয়ার
চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার হয়ে শত্রু শিবিরে প্রতিমুহূর্তে আঘাত হানছেন তিনি। মঙ্গলবারও খেলোয়াড়ের একই চরিত্র ধরা পড়েছে। এদিন কোহলির সাথে অংশীদারিত্বসহ 62 বলে 45 রান করেছেন আইয়ার। যেই সংখ্যাটা ভারতের জয়ের জন্য বিশেষ গুরুত্ব রাখে।
হার্দিক পান্ডিয়া
সম্প্রতি মিনি বিশ্বকাপের ম্যাচগুলিতে আচমকা মাঠে নেমে ঝড় তুলে বেরিয়ে যাচ্ছেন হার্দিক। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে একই চিত্র ফুটে উঠেছে দুবাইয়ের 22 গজে। ম্যাচের মোক্ষম সময়ে মাঠে এসে 3টি ছয় ও 1টি চার সহযোগে দুরন্ত 28 রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পান্ডিয়া। আর এই পারফরমেন্স দেখেই তাঁকে নিয়ে শুরু হয়েছে গভীর চর্চা।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এবার শক্তিশালী আর্কাদাগ, ঘরে বসে কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?
কে এল রাহুল
টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কে এল রাহুল মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন রাহুল। এদিন কে এল-এর ব্যাট থেকে 34 বলে দুটি চার ও দুটি ছয় সহযোগে 42 রানের বিরাট যোগদান পেয়েছে জাতীয় দল।