India Vs Australia: ব্যর্থতার জেরে অজিদের বিরুদ্ধে বাদ তারকা প্লেয়ার? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ | ICC Champions Trophy Semifinal 1

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের উইনিং কম্বিনেশন কিছুটা বদলে যাবে আগামীকাল! গ্রুপ পর্বের শেষ ম্যাচের নিয়ম রক্ষা করার পাশাপাশি মর্যাদাও অখন্ড রেখেছে রোহিত শর্মার ভারত (India)। কিউইদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর এবার সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার (Australia) মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখেই জয়ী দলে বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, অজিদের বিপক্ষে রুখে দাঁড়াতে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শামির বাদ পড়া নিশ্চিত?

দীর্ঘ চোট-যন্ত্রণা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মিনি বিশ্বকাপের যাত্রা শুরু করেছিলেন ভারতীয় তারকা মহম্মদ শামি। চোটের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই জাত নিয়েছিলেন তিনি। এদিন চেনা ছন্দে শান্তদের 5 উইকেট ভেঙে প্রথম আসরের নায়ক হয়ে উঠেছিলেন শামি। তবে তার ঠিক পরের ম্যাচেই রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে।

READ MORE:  পাকিস্তানকে হারিয়েছেন কোহলি, এদিকে বড় জয় পেলেন আম্বানিও

একই চিত্র ফুটে উঠেছিল গতকাল নিউজিল্যান্ডের নিয়ম রক্ষার ম্যাচেও। কিউইদের বিরুদ্ধেও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি উইকেটেও তুলতে পারেননি মহম্মদ। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের এই ব্যর্থতাকে কারণ বানিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শামির বিকল্প কে?

চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন KKR তারকা তথা টিম ইন্ডিয়ার বিশ্বস্ত পেসার হর্ষিত রানা। এখনও পর্যন্ত চলতি মিনি বিশ্বকাপ মরসুমে 4 উইকেট নিয়েছেন তিনি। বেশ কিছু রিপোর্ট বলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকালের ম্যাচে তাঁকে দলে টানবে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, অজিদের বিরুদ্ধে ভাগ্য ফেরাতে তাঁকে দিয়েই ম্যাচের মোড় ঘোরাতে চাইবে BCCI কর্তারা।

READ MORE:  ঘণ্টায় ৪০০০ মাইল গতিবেগ, ধ্বংস হতে পারে কলকাতা সহ ৩ শহর! ধেয়ে আসছে বিধ্বংসী গ্রহাণু

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

উল্লেখ্য, বেশ কিছু রিপোর্ট মারফত খবর, মহম্মদ শামি ছাড়া আগামীকালের ম্যাচে আর কোনও তারকার সেভাবে বাদ পড়ার সম্ভাবনা নেই। বলা যেতে পারে, শামিকে সরিয়ে এক প্রকার অপরিবর্তিত থাকবে ভারতীয় দল।

READ MORE:  ICC: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে কেন অনুপস্থিত PCB কর্তারা? কারণ জানালো ICC | ICC Opens Up About PCB
Scroll to Top