India Vs Bangladesh: গুঁড়িয়ে যাবে শচীন, বুমরাহর রেকর্ড! বাংলাদেশের ম্যাচে এই অলৌকিক ঘটনা ঘটাবেন শামি | May Mohammed Shami Breaks Sachin Tendulkar Jasprit Bumrah's Record
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে মহম্মদ শামি (Mohammed Shami) নামটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। শান্তদের বিরুদ্ধে তাঁকেই পেস বিভাগের একটা বড় অংশের দায়িত্ব দেবে ম্যানেজমেন্ট। এমতবস্থায়, আগামীকাল দুবাইয়ের মাঠে নেমেই শামির প্রথম লক্ষ্য থাকবে, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসানো। হ্যাঁ! শামি একজন ফাস্ট বোলার হয়ে কীভাবে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভাঙবেন? প্রশ্নের উত্তর থাকছে প্রতিবেদনেই।
শেষবারের মতো 2023 ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তারকা পেসার মহম্মদ শামি। তারপর টানা এক বছরেরও বেশি সময় ধরে 22 গজের বাইরেই ছিলেন তিনি। দলে ফিরলেন যখন ততদিনে 2025 সালের জানুয়ারি পড়ে গিয়েছে। দলে পা রাখতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ পেয়েছিলেন শামি। ইংরেজদের বিপক্ষে যাত্রা শেষ করে চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর অংশগ্রহণ একপ্রকার নিশ্চিত ছিল।
এবার সেই সূত্র ধরেই মিনি ওয়ার্ল্ড কাপের আসরে নামছেন শামি। এহেন আবহে, বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তাঁকে প্রথম একাদশে টানবে ম্যানেজমেন্ট। আর এই ঘটনা বাস্তবায়িত হলেই কিংবদন্তি ক্রিকেটার শচীনের রেকর্ডে ভাগ বসাতে পারবেন তিনি। বেশ কিছু রিপোর্ট বলছে, তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে আর মাত্র 4 উইকেট দূরে রয়েছেন ভারতীয় পেসার। বিষয়টা তাহলে খোলসা করে বলি, শচীন তেন্ডুলকর তাঁর ক্রিকেট ক্যারিয়ারে বিশেষত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে মোট 12টি উইকেট নিয়েছেন।
যেখানে শামির খাতায় এখনও পর্যন্ত যোগ হয়েছে 9টি উইকেট। কাজেই আগামীকালের ম্যাচে শামি যদি নিজের পুরনো ফর্মে ফিরে গিয়ে 4টি উইকেট তুলতে পারেন সে ক্ষেত্রে সহজেই গুড়িয়ে যাবে শচীনের রেকর্ড। বলা বাহুল্য, শুধুমাত্র তেন্ডুলকরই নয়, আগামীকালের ম্যাচে শামি এই কীর্তি গড়তে পারলে ভেঙে যাবে জহির খান এবং জসপ্রীত বুমরাহর রেকর্ডও। কেননা, এই দুই বোলারেরই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে 12টি করে উইকেট রয়েছে।
ওপার বাংলার টাইগারদের বিপক্ষে মূলত ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন যিনি, বর্তমানে তাঁর কাঁধেই ভারতীয় সিলেকশন কমিটির দায়িত্ব। হ্যাঁ, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরই বাংলাদেশের বিপক্ষে এখনও পর্যন্ত সর্বাধিক 16টি উইকেট তুলেছেন। আগরকরের পর যাঁর নাম তিনিও বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন বলেই খবর। হ্যাঁ, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বিপক্ষে এখনও পর্যন্ত একদিনের ফরম্যাটে 14টি উইকেট ভেঙেছেন।
আরও পড়ুন: ভারত বাংলাদেশের ম্যাচে ভিলেন হবে বৃষ্টি, ভেস্তে যেতে পারে খেলা! ওয়েদার রিপোর্ট
রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও আর্শদীপ সিং
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.