India Vs Bangladesh: ভারত বাংলাদেশের ম্যাচে ভিলেন হবে বৃষ্টি, ভেস্তে যেতে পারে খেলা! ওয়েদার রিপোর্ট | India Vs Bangladesh Match Weather Forecast
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভেস্তে যেতে পারে ভারত বনাম বাংলাদেশের (India Vs Bangladesh) বৃহস্পতিবারের ম্যাচ! ওপার বাংলার শান্তদের বিরুদ্ধে আক্রমণ শানাতে দুবাইয়ে জোর কলমে প্রস্তুতি চালাচ্ছেন রোহিত শর্মারা। পদ্মা পাড়ের বাংলাদেশকে নাস্তানাবুদ করতেই শেষ মুহূর্তে নিজেদের ব্যক্তিগত অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন সকলেই। এমতাবস্থায়, ম্যাচের ঠিক আগের দিন বাড়ল আশঙ্কা। বেশ কিছু সূত্র মারফত খবর, বৃহস্পতিবার দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার সেই বাড়তি চাপ মাথায় রেখেই অনুশীলনে কসরত করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
দুবাইয়ে বৃষ্টি, বিষয়টা ভাবলেই কেমন যেন অবাক হতে হয়। উষ্ণ, তপ্ত আবহাওয়াযুক্ত শহরে সাধারণত শুষ্ক পরিবেশ দেখতেই অভ্যস্ত সেখানকার জনগণ। এহেন আবহে আগামীকাল ভারত বনাম বাংলাদেশের ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ওয়েদার রিপোর্ট। AccuWeather-এর রিপোর্ট অনুযায়ী, আগামীকাল ম্যাচের ঠিক আগে দুবাইয়ে 35 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই 35 শতাংশ বর্ষণের কারণেই ম্যাচ স্থগিত রাখা হতে পারে।
অনেকেই বলছেন, বৃষ্টির কারণে একেবারে বাতিল হয়ে যাবে দুই দলের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ। বলে রাখা ভাল, বৃহস্পতিবার ম্যাচের দিন দুবাইয়ের তাপমাত্রা থাকবে 24 ডিগ্রির আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ 48 শতাংশ ও 11 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিদদের একটি সূত্র বলছে, দুবাইয়ের আকাশ মেঘলা থাকবে। কাজেই আগামীকাল ভারত বনাম বাংলাদেশের ম্যাচ শুরুর আগে বৃষ্টি হলে তা রোহিতদের জন্য নিরাশার কারণ হয়ে উঠতে পারে।
অতি সম্প্রতি দুবাইয়ে অনুশীলন পর্ব চলাকালীন হার্দিকের ঝোড়ো বল ঋষভ পন্থের বাঁ হাটুতে লাগে। এরপরই ফিজিওর দীর্ঘ চিকিৎসার পর কিছুক্ষণ মাঠের টিকলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ময়দান ছাড়েন পন্থ। আশঙ্কা ছিল বাংলাদেশের ম্যাচে খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে। তবে সূত্র বলছে, বর্তমানে একেবারে ফিট পন্থ। চোট যন্ত্রণা কাটিয়ে এখন খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। তবে পন্থকে বাংলাদেশের বিপক্ষে প্রথম একাদশে জায়গা দেওয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
মহম্মদ শামি থেকে শুরু করে বরুন চক্রবর্তী সকলেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন। এখন প্রশ্ন, বাংলাদেশের ম্যাচের জন্য কতটা তৈরি চক্রবর্তীরা? রিপোর্ট মারফত যা খবর, দুবাইয়ের মাঠে ওপার বাংলার বিপক্ষে নামার আগে একেবারে নতুন ধাঁচে অনুশীলন চলেছে ভারতীয় বোলারদের।
তবে দুঃখের বিষয়, পিতৃ বিয়োগের খবর পেতেই দেশে ফিরে গিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। যার কারণে, টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপের অনুশীলনে বাড়তি বেগ পেতে হচ্ছে ম্যানেজমেন্টকে। তবে এখনও পর্যন্ত যা খবর, টিম ইন্ডিয়ার অনুশীলনে বেশ ভালো ছন্দেই ছিলেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব,আর্শদীপ সিং থেকে শুরু করে দলের বাকিরা।
রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং
উল্লেখ্য, বৃহস্পতিবারের ম্যাচে কে এল রাহুলের মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে যদি তিনি নামেন সেক্ষেত্রে তাকে দেখা যেতে পারে ফিনিশারের ভূমিকায়। অন্যদিকে, শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামানো হতে পারে ধুরন্ধর স্পিনার বরুণ চক্রবর্তীকে।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইউকো ব্যাঙ্ক (Uco Bank) এবার সরকারের মালিকানা কমানোর পথে হাঁটছে। হ্যাঁ, চলতি…
ভারতের গ্রামীণ ব্যাংকগুলি এবার নতুন রূপ পেতে চলেছে। হ্যাঁ, সরকারের ‘ওয়ান স্টেট ওয়ান আরআরবি’ (One…
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে, যা ৩০ মে ২০২৫ থেকে কার্যকর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের আবহের মাঝেই অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ আইন…
This website uses cookies.