India Vs England: চতুর্থ টি টোয়েন্টির আগে বিপদ বাড়ল ভারতের! প্রকাশ্যে হার্দিক পান্ডিয়ার দুর্বলতা | Big News Over Hardik Pandya

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলের হয়ে যেই সময়ে শক্ত হাতে ম্যাচের রাশ ধরার কথা, ঠিক সেই মুহূর্তে ইংল্যান্ডকে উইকেট দিয়ে মাঠ ছাড়েন তিনি। যে দুর্ঘটনা সম্পর্কে প্রায় সকলেই ওয়াকিবহাল। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি, রণক্ষেত্র রাজকোটের ময়দান। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেও সমালোচনার তীর বুকে বিঁধেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। নেপথ্যে বেশ কিছু গাফিলতি খাড়া করেছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, পান্ডিয়ার স্লথ ইনিংসের জন্যই হেরেছে ভারত। অধিকাংশেরই মত, যেই সময় হার্দিককে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দলের ঠিক তখনই উইকেট হারিয়ে সাজঘরে ফেরেন তিনি। ভারতীয় তারকাকে নিয়ে দীর্ঘ কাটা-ছেঁড়ার পর প্রকাশ্যে এসেছে পান্ডিয়ার দুর্বলতা।

স্পিনারদের বিরুদ্ধে দুর্বল হার্দিক

মঙ্গলবার ইংলিশ বাহিনীর বিরুদ্ধে জয়রথ ছোটাতে রাজকোটের মাঠ দখল করেছিল ভারতের ছেলেরা। বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক নতুন মাত্রা পেয়েছিল। তবে ইংল্যান্ডের উইকেটে দখল জমিয়েও রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারেনি ভারত। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রানকারী হার্দিকের ওপর দলের ভরসার জায়গাটা আরও খানিকটা বেড়ে গিয়েছিল।

READ MORE:  Hardik Pandya: T20 বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি পেয়েও সন্তুষ্ট নন হার্দিক! জানালেন নিজের আগামী লক্ষ্য | Hardik Pandya Is Not Satisfied After Winning CT Trophy

ইংল্যান্ডের তোপের মুখে পড়ে যখন একের পর এক খেলোয়াড় ফিরতি পথ দেখছেন, ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি মাঠে নামেন পান্ডিয়া। 2টি ছয় ও 1টি চার সহযোগে 40 রানের ইনিংসও গড়েছিলেন তিনি। তবে তা অবশ্য 35 বলের বিনিময়ে। অর্থাৎ ইংল্যান্ড বোলারদের বুঝতে দীর্ঘ সময় নিয়ে ফেলেছিলেন পান্ডিয়া। ফলত খেলোয়াড়ের স্লথ ব্যাটিংয়ের কারণেই বল ও রানের ব্যবধান ক্রমশ বেড়েছে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মঙ্গলবার ইংল্যান্ড স্পিনারদের বিরুদ্ধে 4 হাঁকালেও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি পান্ডিয়া। বুকের বাঁদিকে ভয়টা চেপে রেখে ব্যাট করতে হয়েছিল তাঁকে। বেশ কিছু রিপোর্ট বলছে, তৃতীয় টি-টোয়েন্টির মাঠে স্পিনারদের বিরুদ্ধে হার্দিকের লড়াইটা যথেষ্ট ভাবিয়েছে ম্যানেজমেন্টকে। ভারতীয় অলরাউন্ডার যে স্পিন আক্রমণের প্রতি দুর্বল সে কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখেনি পান্ডিয়ার শেষ ইনিংস।

READ MORE:  বরুণের কারণে KKR-এ থেকেও সুযোগ পাননি কুলদীপ, টিম ইন্ডিয়াতেও মুখোমুখি দুজনে

স্পিন অ্যাটাকের বিপক্ষে পান্ডিয়ার লড়াই

মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টির ময়দানে স্নায়ুর চাপের কাছে মাথা নুইয়ে ইংল্যান্ড বোলারকে নিজের গুরুত্বপূর্ণ উইকেট সঁপে দেন হার্দিক। তবে স্পিনারদের বিরুদ্ধে দুর্বল হলেও এদিন পান্ডিয়ার উইকেট ভেঙেছিলেন একজন ডান হাতি পেসার। যদিও এই ঘটনাকে দুর্ঘটনা বলে সরিয়ে রেখে ইংল্যান্ডের স্পিন বাহিনীর বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার লড়াইটাকে সামনে এনেছেন বিশেষজ্ঞরা।

কেননা, স্পিনারদের ঘুর্নির জোড়ের কাছে হার্দিকের টিকে থাকার ব্যবধান খুবই কম। ভারতীয় তারকার বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত 377 স্পিন বল খেলেছেন হার্দিক। এই সফরে তিনি প্রায় 43 গড়ে ব্যাট করে 430 রান তোলেন। এই দীর্ঘ সময়ে পান্ডিয়ার স্ট্রাইক রেট ছিল 114.05। যা 20 ওভারের নিরিখে খুবই নগণ্য।

READ MORE:  হতে চেয়েছিলেন পরিচালক, দুটো ওয়ানডে খেলা বরুণের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন! |Net Worth Of Varun Chakravarthy| India Hood News |

অনেকেই হয়তো জানেন না, স্পিন বলের বিরুদ্ধে দুর্বল হার্দিক টি-টোয়েন্টির প্রায় 36 শতাংশ ডট বল পেয়েছেন স্পিনারদের থেকেই। শতাংশের বিচারে এই পরিমাণ অনেকটাই। জানা যায়, এই সময়ে কমপক্ষে 10 বার আউট হয়েছেন পান্ডিয়া। সূত্র বলছে স্পিনই তার প্রধান দুর্বলতা।

ফাস্ট বোলারদের বিরুদ্ধে জ্বলে ওঠেন হার্দিক

স্পিন বল পান্ডিয়ার প্রধান দুর্বলতা হলেও ঠিক তার বিপরীত গতি অর্থাৎ ফার্স্ট বোলিংয়ের বিরুদ্ধে তার পারফমেন্স দুর্দান্ত। পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত 866টি ফাস্ট বলের সম্মুখীন হয়েছেন পান্ডিয়া। আর এই দীর্ঘ সময়ের মধ্যে 152.42 স্ট্রাইক রেটে ব্যাট করে 1320 রান তুলেছেন ভারতীয় তারকা। এই রেকর্ডে 104টি চার এবং 70টি ছক্কাও যুক্ত। বলা বাহুল্য, টি-টোয়েন্টির এই ম্যাচগুলিতে এখনও পর্যন্ত মাত্র 52 বার হার্দিককে আউট করতে সক্ষম হয়েছেন পেসাররা।