India Vs England: চতুর্থ T20-তে একাধিক পরিবর্তন, হারের পর বদলে যাবে টিম ইন্ডিয়া! কেমন হবে প্রথম একাদশ? | Team India Possible XI In 4th T20
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম দুই ম্যাচে সহজ জয় তুলে তৃতীয় টি-টোয়েন্টিতে পা রাখতেই স্রোতের বিপরীতে গা ভাসিয়েছে টিম ইন্ডিয়া। লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও গতকালের ম্যাচ দেখে বোঝা যাচ্ছিল আটঘাট বেঁধে নেমেছে ইংল্যান্ড। ফলত ইংলিশ বাহিনীর নিরাপত্তার চাদর সরিয়ে ডানা মেলে উড়তে পারেনি ভারত। যার জেরে ব্যাটিং বিপর্যয়কে সামনে রেখে 3-0 ব্যবধানে লিড দখলের স্বপ্নও আপাতত অধরা সূর্যকুমার যাদবদের।
আর এই ঘটনার নেপথ্যে যে কারণ বারবার উঠে আসছে তা হলো দলে খেলোয়াড়দের ব্যর্থতা। অনেকেই মনে করছেন, প্রথম দুই ম্যাচের সাফল্য তৃতীয় ম্যাচের আগে দলের রদবদলে আটকে গিয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি যাতে হাতছাড়া না হয় তার জন্য ফের কোমর বাঁধার আগে দলের রক্ষণভাগ কষে বাঁধবেন অধিনায়ক। বদল আসবে একাদশে।
শুরুটা 22 জানুয়ারি, ইডেনের ময়দানে হয়েছিল। এই ম্যাচে বাটলার বাহিনীকে দুরমুশ করে নিশ্চিত জয় হাসিল করে ভারত। লক্ষ্য ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডের ঘাড়ের ওপর ছুরি বসানো। ভারতের ছেলেদের আমরণ চেষ্টায় সেই লক্ষ্য ভেদ করেছে টিম ইন্ডিয়া। তবে বিপদ বাড়ল মঙ্গলবার রাজকোটের ময়দানে। এদিন বল হাতে বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়াদের পুরনো ছন্দে দেখা গেলেও ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ম্যাচ পকেটে পুরতে পারেনি ভারত।
আর এরপরই জাতীয় দলের পরাজয় নিয়ে চলল দীর্ঘ কাটা ছেঁড়া। উঠে এলো একাধিক নয়া তথ্য। জানা যায়, প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও তৃতীয় টি-টোয়েন্টির আগে ভারতীয় দলে রদবদল আনার পরই হারের সম্মুখীন হতে হল সূর্যকুমারের দলকে। কাজেই বর্তমান দল নিয়ে যে আগামী ম্যাচগুলি খেলতে চাইবে না ভারত, একথা এক প্রকার নিশ্চিত। ফলত চতুর্থ টি টোয়েন্টির আগে ম্যাচের রাশ নিজেদের দিকে টানতে ফের প্লেয়িং ইলেভেনে বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গতকালের ম্যাচে পিঠের খিঁচুনি নিয়ে দল থেকে বাদ পড়া রিঙ্কু সিংকে সবচেয়ে বেশি মনে করেছিল ভারত। বাটলারদের বিরুদ্ধে ভারতের শেষ চেষ্টায় নতুন পালক জুড়তে রিঙ্কুর মতো একজন ফিনিশারের অভাব বারংবার ভুগিয়েছে দলকে। তবে মঙ্গলবার তাঁর অনুপস্থিতিতেই ইংল্যান্ডের সামনে মাথা নুইয়েছে দল। এহেন আবহে মনে করা হচ্ছে চতুর্থ টি-টোয়েন্টির আগে রিঙ্কুকে তড়িঘড়ি দলে ফেরাতে পারে ম্যানেজমেন্ট। তবে KKR তারকার দলে ফেরা হলেও নিজের খারাপ পারফরমেন্সের কারনে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচের আগেই দল থেকে ছেঁটে ফেলা হতে পারে তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলকে।
চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের তরুণ ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি। কাজেই অগত্যা তার বিকল্প হিসেবে দলে রাখা হয়েছিল শিবম দুবেকে। তবে দুর্ভাগ্য, স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত প্লেয়িং ইলেভেনে জায়গা হয়নি তার। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে এই তরুণ প্রতিভাকে কাজে লাগাতে চাইবে ভারত। দুবে যেহেতু ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ যোগদান রাখেন তাই তাকে আসন্ন ম্যাচে নামানো হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নতুন ছন্দ তৈরি করতে স্পিন বিভাগে রবি বিষ্ণোইকে জায়গা দিয়েছিল ভারত। সেই মতো দলের হয়ে ইংল্যান্ডকে শায়েস্তা করতে মাঠে নেমেছিলেন তিনি। তবে বিষ্ণোইয়ের বলের জোর এখনও পর্যন্ত সেভাবে উইকেটে দখল জমাতে পারেনি। চলতি টি-টোয়েন্টি সিরিজে মাত্র 1 উইকেট পেয়েছেন তিনি। যেখানে বরুণ চক্রবর্তীর খাতায় যোগ হয়েছে 10টি উইকেট। ফলত, রবির ব্যর্থতাকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচগুলিতে তাকে আর দলে রেখে বিপদ বাড়াতে চাইছে না ম্যানেজমেন্ট। অন্যদিকে তৃতীয় ম্যাচের আগেই দাপুটে পেসার আর্শদীপ সিংকে বিশ্রামে রেখেছিল দল। সূত্র বলছে, চতুর্থ টি-টোয়েন্টিতে ফেরানো হতে পারে তাকে।
অবশ্যই পড়ুন: ভারতের হারের ৩ ভিলেন
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.