India Vs England: ছুটি নেই! T20-র এবার ওয়ানডে সিরিজ খেলবেন টিম ইন্ডিয়ার ৫ প্লেয়ার | Team India Vs England ODI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে বোর্ডের আত্মবিশ্বাস চওড়া করেছে ভারতীয় দল। তবে এখানেই থেমে থাকছে না ইংলিশ আতঙ্ক। হ্যাঁ, 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ঘটলেও শেষ হচ্ছে না, ইংল্যান্ডের ভারত সফর। কেননা, আগামী 6 ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের যাত্রা শুরু করবে ইংলিশ বাহিনী।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

এবার সেই লক্ষ্য বেঁধেই জাতীয় দলের টি-টোয়েন্টি একাদশে জায়গা হওয়া খেলোয়াড়দের বেশ কয়েকজনকে আসন্ন ওডিআই ময়দানে নামাবে ম্যানেজমেন্ট। ফলত, জস বাটলারদের রাতের ঘুম কেড়েও এখনই ছুটি পাচ্ছেন না টি-টোয়েন্টির ভারতীয় যোদ্ধারা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় ক্রিকেটারকে আসন্ন ওডিআই ম্যাচগুলিতে নামাতে পারে বোর্ড।

READ MORE:  ISL League Shield: টানা দু'বার ISL-এ লিগ শিল্ড জয় মোহনবাগানের, ৫ কারণ খুঁজে পেল India Hood | Mohun Bagan Super Giant Success In ISL

টি-টোয়েন্টির পরও ছুটি নেই এই খেলোয়াড়দের

ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই দুই সিরিজের দল আলাদাভাবে নির্বাচিত হলেও দুই রণক্ষেত্রেই বেশ কয়েকজন ভারতীয় কমন রয়েছেন। গত 20 ওভারের ম্যাচগুলিতে আক্রমণ শানিয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ার মাঝেই এবার আসন্ন ওডিআই সিরিজের জন্য অনুশীলনে নামতে হবে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে।

করা তাঁরা? এখনও পর্যন্ত রিপোর্ট যা বলছে, তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলে থাকবেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ শামি। ইংলিশদের বিরুদ্ধে গত টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে ছিলেন হার্দিক তাই আসন্ন রণক্ষেত্রেও তাঁকেই মাঠে নামাবে ভারত। পান্ডিয়ার পাশাপাশি বিগত ম্যাচগুলিতে মোটামুটি পারফরমেন্স দেখিয়েছেন অক্ষর থেকে শুরু করে আর্শদীপ, মহম্মদ শামি সকলেই। তাই ইংল্যান্ড দলের বিরুদ্ধে আগামী ম্যাচগুলিতেও তাদের সুযোগ দিতে চাইছে ম্যানেজমেন্ট।

READ MORE:  Champions Trophy 2025: পাকিস্তানের সাফল্যে দাড়ি টেনেও অনিশ্চিত বিরাটদের সেমিফাইনাল, জটিল অঙ্কে আটকে ভারত | Team India Not Confirm In Semifinal

5 খেলোয়াড় বাদে বাকি সবাই বিশ্রামে থাকবেন!

ইংলিশ ব্রিগেডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি এবং ওয়াশিংটন সুন্দররা মাঠে নামবেন। এই 5 খেলোয়াড় ছাড়া বাকি ক্রিকেটারদের আপাতত বিশ্রামে রাখবে বোর্ড। সূত্র বলছে, সঞ্জু স্যামসন থেকে শুরু করে তিলক বর্মা, বরুণ চক্রবর্তী সকলেই বিশ্রামের পর আসন্ন মার্চের আইপিএলের জন্য নিজেদের প্রস্তুত করবেন।

অবশ্যই পড়ুন: রোহিতের রেকর্ড ভাঙলেন অভিষেক, T20 ম্যাচে সবথেকে বেশি ছয় হাঁকানোর রেকর্ড আরেক শর্মার

আপাতত ওডিআই সিরিজে এই খেলোয়াড়দের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি যদি বদলায় সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে দক্ষ কাউকে দলে ভেড়াতে পারে ম্যানেজমেন্ট। যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। যাই হোক, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, 5 ভারতীয় ক্রিকেটার বাদে টি-টোয়েন্টি দলের বাকিদের আইপিএলের আগে পর্যন্ত ছুটি দিচ্ছে ম্যানেজমেন্ট।

READ MORE:  DRDO-র নতুন কীর্তি, হাইপারসনিক মিসাইলের যুগে বিরাট সাফল্যের পথে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড

রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল , ঋষভ পন্থ(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা।

Scroll to Top