India Vs England: দ্বিতীয় ODI-তে ফিরছেন মহাতারকা, বদলে যাবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ | May Virat Kohli Play In 2nd ODI, Team India Possible XI
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 9 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠ দখল করবেন ভারতের ছেলেরা। এই রণক্ষেত্রে ভারতের লক্ষ্য থাকবে ইংল্যান্ডকে পরাস্ত করে সিরিজে 2-0 ব্যবধান যোগ করা। অন্যদিকে জস বাটলারের দল চাইবে কটকের ময়দানে ভারতকে পরাজয় দেখিয়ে চলতি সিরিজ 1-1 সমতায় নিয়ে আসতে। এহেন আবহে বৃহস্পতিবার নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে অনুপস্থিত ভারতীয় মহাতারকাকে নিয়ে বড় আপডেট এসেছে। রিপোর্ট বলছে, গতকাল হাঁটুর ফোলা ভাব না কমায় মাঠের বাইরে ছিলেন বিরাট কোহলি। এবার তাঁকেই দলে ফেরানো হতে পারে।
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার আগে অনুশীলনের সময় বিরাটের ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধতে দেখা গিয়েছিল। পরবর্তীতে ভারতীয় খেলোয়াড়কে হোটেলে নিয়ে আসা হলে তাঁর হাঁটুর ফোলা ভাব ক্রমশ বাড়তে থাকে। ফলত, হাঁটুর চোটকে সামনে রেখে গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে বাদ পড়েছিলেন কোহলি। তাঁর বিকল্প হিসেবে মাঠে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। এবার কোহলিকে নিয়েই একটি বড় আপডেট এসেছে।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় বিরাটের হাঁটু সম্পূর্ণ ঠিক ছিল। তবে খেলোয়াড়কে হোটেলে নিয়ে আসার পরেই তাঁর হাঁটু ফুলতে শুরু করে। তবে সেই চোট খুব একটা গুরুতর নয়। শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে 9 ফেব্রুয়ারি কটকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোহলিকে মাঠে নামাতে পারে ম্যানেজমেন্ট।
ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির পরিসংখ্যান দুর্দান্ত। এখনও পর্যন্ত, 295টি ওয়ানডে ম্যাচে ব্যাট করে 13 হাজার 906 রানের বিরাট রেকর্ড করেছেন কিং কোহলি। বিরাটের এই রানের রেকর্ডে 50টি সেঞ্চুরি ও 72টি হাফ সেঞ্চুরি রয়েছে। এই দীর্ঘ সময়কালে বিরাটের গড় ছিল 58.18।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি বর্তমানে দ্রুততম 14 হাজার রান থেকে মাত্র 94 সংখ্যা পিছিয়ে রয়েছেন। এহেন পরিস্থিতিতে, বিরাট ভক্তদের একটা বড় অংশের দাবি, কোহলি যদি দ্বিতীয় ওয়ানডেতে একবার সুযোগ পান সেক্ষেত্রে এই ম্যাচেই তিনি আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম 14 হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
অবশ্যই পড়ুন: বরুণের কারণে KKR-এ থেকেও সুযোগ পাননি কুলদীপ, টিম ইন্ডিয়াতেও মুখোমুখি দুজনে
রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.