India Vs England: শেষ সুযোগ, ফর্মে না ফিরলে টিম ইন্ডিয়ার এই ৩ ক্রিকেটারের ডানা ছাঁটবে BCCI | Board of Control for Cricket in India Will Punish These 3 Players Of Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টির দ্বিতীয় ম্যাচেও ভারতের জয়রথ ছুটেছিল ঝোড়ো গতিতে। তবে খেলাটা রাজকোটের ময়দানে গড়াতেই তৃতীয় টি-টোয়েন্টির দিন ভারতের ছেলেদের পায়ে বেড়ি পড়ায় ইংল্যান্ড বাহিনী। এদিন জস বাটলারদের 26 রানের অপ্রতিরোধ্য জয় সিরিজে 2-1 ব্যবধান যোগ করেছিল।

ওয়াকিবহাল মহলের দাবি, এই হারের পরই ইংল্যান্ডের বিপক্ষে একপ্রকার আলগা হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের দুর্বলতা। প্রকাশ্যে এসেছে জাতীয় দলের সৈনিকদের ধারাবাহিক ব্যর্থতাও। এবার সেই ব্যর্থতাকে সামনে রেখেই দল থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন 3 খেলোয়াড়। মনে করা হচ্ছে, চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে যদি ফের ব্যর্থ হন সেক্ষেত্রে তাদের ডানা ছাঁটবে ম্যানেজমেন্ট।

তালিকায় নাম রয়েছে রবি বিষ্ণোইয়ের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলের স্পিন বিভাগে শক্তি যোগাতে মাঠে জায়গা হয়েছিল ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইয়ের। তবে বর্তমানে তিনি আউট অফ দ্য ফর্ম। ইংলিশ ব্যাটারদের বিপক্ষে রবির ঘূর্ণির জোর সেভাবে কাজে আসেনি। বরুণ চক্রবর্তী যেখানে বিগত 3 ম্যাচে 10 উইকেট তুলেছেন সেখানে, রবির ঝুলিতে এসেছে মাত্র 1টি উইকেট। এখানেই শেষ নয়, উইকেট অসফলতার পাশাপাশি শত্রু শিবিরের রান ঠেকাতেও ব্যর্থ হয়েছেন বিষ্ণোই। শেষ ম্যাচে 4 ওভারের কোটায় ইংল্যান্ডকে 46 রান দিয়েছিলেন তিনি। চতুর্থ টি টোয়েন্টিতে তার জায়গা হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে ব্যর্থ হলে তাকে বড়সড় শিক্ষা দিতে পারে বোর্ড।

READ MORE:  Gold Silver Rate Today: বিয়ের মরসুমে সোনার দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকেই | Gold And Silver Rate Today Kolkata

ব্যর্থ ওয়াশিংটন সুন্দর

চলতি ইংল্যান্ড সিরিজে ব্যর্থ ভারতীয় ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে তরুণ তারকা ওয়াশিংটন সুন্দরের। এখনও পর্যন্ত ইংলিশ বাহিনীকে নিজের জাত চিনিয়ে উঠতে পারেননি সুন্দর। তাকে শত্রু পক্ষের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সুন্দরের রানের সংখ্যা ছিল 26। তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 15 বলে মাত্র 6 রান করেছেন তিনি। চলতি সিরিজে সুন্দরকে মাত্র 2 ওভার বল করতে দেখা গিয়েছিল। উইকেটে পেয়েছেন 1টি। অঙ্ক বলছে, একেবারেই ফর্মে নেই ওয়াশিংটন। চতুর্থ টি-টোয়েন্টিতেও ব্যর্থতার পরিধি না কমলে তার ডানা ছাঁটাই হবে।

READ MORE:  Team India: অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? আজ কী হলে কোন দলের সঙ্গে সেমিতে খেলবে ভারত জানুন | ICC Champions Trophy Semifinals

বিপদ সীমায় ধ্রুব জুরেল

সূর্য কুমারের দলে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামা খেলোয়াড়দের মধ্যে নিজের ব্যর্থতার কারণে শিরোনামে উঠে এসেছেন আরও এক তরুণ প্রতিভা ধ্রুব জুরেল। বাটলার বাহিনীর বিরুদ্ধে তার পারফরমেন্স একেবারেই স্বস্তিদায়ক নয়। গত 22 জানুয়ারি ইডেনের ময়দানে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি জুরেলকে। তবে সুযোগ যখন এলো তার সদ্ব্যবহার এক ফোঁটাও করতে পারেননি ভারতের এই তরুণ।

অবশ্যই পড়ুন: চতুর্থ টি টোয়েন্টির আগে বিপদ বাড়ল ভারতের! প্রকাশ্যে হার্দিক পান্ডিয়ার দুর্বলতা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 4 রান ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র 2 রান করে ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছেন ধ্রুব। যার কারণে আজকের ম্যাচে তার জায়গা হওয়াটা যথেষ্ট চাপের। তবে সব বাধা কাটিয়ে যদি জুরেলের মাঠে নাম হয় সে ক্ষেত্রে শুক্রবারই শেষ সুযোগ পাবেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার।

READ MORE:  শিবের আরাধনায় ব্যস্ত লিটন দাস, ছবি ভাইরাল হতেই মাথা চাড়া দিয়েছ বিতর্ক
Scroll to Top