বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 12 ফেব্রুয়ারি ওয়ানডের তৃতীয় ম্যাচ শেষ করে চলতি সিরিজে দাড়ি টানবে ভারত (India) এবং ইংল্যান্ড (England)। গত দুই ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে জয় হাসিল করেছে রোহিত শর্মার দল। তবে নাগপুরের প্রথম উইনিং কম্বিনেশন খানিকটা বদলেছিল গতকালের ম্যাচে।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, রবিবারের প্রথম একাদশের ফলাফল ভাল থাকা সত্ত্বেও সিরিজের শেষ ম্যাচে বেঞ্চে বসে থাকা বাকিদের আহমেদাবাদের মাঠে জায়গা দেবে ম্যানেজমেন্ট। এবার সেই সূত্র ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের জাত চেনানোর সুযোগ পাচ্ছেন দলের বিশ্বস্ত 4 মুখ।
মাঠে ফেরা হচ্ছে না জসপ্রীতের
একাধিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া শেষ রিপোর্ট অনুযায়ী, পিঠের চোট নিয়ে বিশ্রামে থাকার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাতে গিয়েছিলেন ভারতের পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। শোনা যাচ্ছিল, সেখানেই NCA-র চিকিৎসক দল খেলোয়াড়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তাঁকে আগামী ম্যাচগুলিতে খেলার অনুমতি দেবেন।
সেই মতোই আশা জিইয়ে রেখে ভারতীয় পেসারকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টির দলে রাখার কথা ভেবেছিল ম্যানেজমেন্ট। তবে এখনও পর্যন্ত খেলোয়াড়ের শারীরিক অবস্থা যা তাতে 12 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে তার মাঠে নামা একপ্রকার অনিশ্চিত।
দলে ফিরছেন জয়সওয়াল
ইংরেজদের বিরুদ্ধে ওয়ানডের প্রথম ম্যাচে শুভমন গিলকে 3 নম্বরে রেখে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে মাঠে নামিয়ে ছিল বোর্ড। তবে প্রথম ম্যাচে খেলোয়াড়ের পারফরমেন্স যথেষ্ট হতাশার জায়গা তৈরি করেছিল BCCI কর্তাদের। ফলত, দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রামে রেখে গিলকে ওপেনিং করানো সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। আর তাতেই মেলে সাফল্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে গত দুই ম্যাচেই অর্ধশত রানের গণ্ডি টপকেছেন শুভমন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে শেষ ওয়ানডেতে গিলকে বাদ দিয়ে জয়সওয়ালকে মাঠে নামাতে পারে ভারত। সেক্ষেত্রে রোহিতের বিপরীতে তাঁর ওপেনিং করার সম্ভাবনাই প্রবল।
তৃতীয় ওয়ানডেতে খেলবেন ঋষভ পন্থ!
বেশ কিছু ব্যক্তিগত কারণ ও দুর্বল ফর্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। ভক্তদের মধ্যে অনেকেই মনে করেছিলেন প্রথম একদিনের ম্যাচে কোহলির চোট থাকায় ঋষভের ওপর ভরসা করতে পারেন বোর্ড কর্তারা। তবে শেষ পর্যন্ত তা হয়নি। কোহলির বিকল্প হিসেবে আচমকা প্রথম ওয়ানডেতে মাঠে নামানো হয়, প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।
মাঠে নামতেই দলের হয়ে 59 রানের বড় যোগদান রেখেছেন তিনি। তবে সূত্র বলছে, আহমেদাবাদের ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে তাকে ছুটি দিতে পারে ম্যানেজমেন্ট। আইয়ারের বদলে মাঠে নামানো হতে পারে ঋষভ পন্থকে। তবে উইকেটরক্ষক হিসেবে নয় বরং একজন ব্যাটার হিসেবেই তাকে আগামী ম্যাচে খেলাবে ভারত।
সুযোগ পাবেন দুই বোলার
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জস বাটলার বাহিনীর টুটি আরও খানিকটা চেপে ধরতে তৃতীয় ওয়ানডেতে জায়গা হতে পারে দুই ধুরন্ধর বোলারের। হ্যাঁ, মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অক্ষর প্যাটেল ও হর্ষিত রানাকে বসিয়ে ওয়াশিংটন সুন্দর ও তারকা পেসার আর্শদীপ সিংকে দলে ভেড়াতে পারেন রোহিত। তবে সেই সম্ভাবনা কতটা সত্যি তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।
আরও পড়ুন: অপয়া তকমা নিয়েই শচীন-ধোনির রেকর্ডে ভাগ বসালেন রোহিত! গুঁড়িয়ে গেল সৌরভের কীর্তি
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা(অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী