India Vs England 5th T20: ফিরবেন শামি, বাদ ৫০ করা অলরাউন্ডার! শেষ T20-তে ভারতের একাদশে হতে পারে বড় বদল | Team India Possible XI In 5th T20
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ওয়াংখেড়ের ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজে ফিনিশিং টাচ দিতে চাইবে ভারতীয় দল। তৃতীয় ম্যাচে জস বাটলার বাহিনীর কাছে পরাস্ত হয়ে চতুর্থ ম্যাচ ভারতের খিদেটা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিল। সেই মতো কোমর বাঁধার আগে দলে একাধিক রদবদল করে ইংলিশদের ঘাড়ে ছুরি বসিয়েছিল সূর্যকুমার যাদবের দল। এবার সেই সূত্র ধরেই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড়সড় শিক্ষা দিতে চাইছে ভারত। তবে গত ম্যাচের দল ভাল ফর্মে থাকায় দু-একজন ছাড়া লাইানআপে বিশেষ বদল আনবে না ম্যানেজমেন্ট। চলুন দেখে নেওয়া যাক কারা আজকের টি-টোয়েন্টিতে সুযোগ পাচ্ছেন।
দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির রণক্ষেত্রে আর্শদীপ সিংয়ের বদলি হিসেবে মাঠে নামেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তবে 3 ওভার বল করে একটিও উইকেট তুলতে পারেননি তিনি। যার জেরে বিশ্বাসের জায়গায় হাত বুলিয়ে দলে ফিরলেও বোর্ড কর্তাদের মুখের হাসি চওড়া হয়নি এক ফোঁটাও।
ফলত চতুর্থ টি টোয়েন্টিতে তাকে সরিয়ে ফের মাঠে নামানো হয় সিংকে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শামির মতো একজন বোলারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে ভারত। সেই পথ ধরেই আজকের ম্যাচে জায়গা পেতে পারেন শামি। মনে করা হচ্ছে, ধুরন্ধর পেসার আর্শদীপ সিংকে বিশ্রামে পাঠিয়ে শামিকে ফের দলে টেনে নিতে পারেন কোচ গম্ভীর।
টি-টোয়েন্টি দলে তরুণ বোলারদের সাথে শামি নিজের দীর্ঘ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তবে রান তেমন একটা না দিলেও তৃতীয় ম্যাচে উইকেট পাননি তিনি। তাই চতুর্থ টি টোয়েন্টি থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। আশা ছিল শেষ টি-টোয়েন্টিতে খেলবেন। এবার সেই সম্ভাবনাতেই মদত দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। শামি প্রসঙ্গে মর্কেল জানান, শামি তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ওয়ার্ম আপেও দারুণ ছন্দে ছিলেন তিনি। শামি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে আমি সত্যিই খুশি। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টিতে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত যদি রবিবার তাকে দলে পাওয়া যায় তাহলে দেখা যাবে কীভাবে ভারতের পরিস্থিতি ঘুরছে।
অবশ্যই পড়ুন: ৬ ইনিংসে ৪টি শূন্য, সূর্যকুমারকে ছাঁটাইয়ের কথা ভাবছে BCCI? কে হবেন অধিনায়ক?
অভিজ্ঞ পেসার প্রসঙ্গে মর্কেল আরও বলেন, তাকে দলে ফিরে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। তরুণ বোলারদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন তিনি। দলের স্বল্প অভিজ্ঞ সদস্যরাও যথেষ্ট উপকৃত হচ্ছেন শামির দৌলতে। টিম ইন্ডিয়ার বোলিং কোচের কথায়, আজকের ম্যাচে দেখা মিলতে পারে শামির।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে 53 রান করে মাঠ ছেড়েছিলেন ভারতের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। এদিন ইংলিশ তারকা জেমি ওভারটনের দুরন্ত বাউন্সার খেলোয়াড়ের মাথায় জোরালো আঘাত হানে। যার জেরে বর্তমানে বিশ্রামে রয়েছেন দুবে। এই ম্যাচে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কনকাশন সাব হিসেবে দুবের পরিবর্তে নামানো হয়েছিল হর্ষিত রানাকে। যা বিতর্কের পারদ যথেষ্ট বাড়িয়েছিল। তবে মনে করা হচ্ছে, রবিবারের ম্যাচে মাঠে নামা হবে না শিবমের। তার পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা রমনদীপ সিং।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী। উল্লেখ্য, ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন বদলের কোনও রকম সম্ভাবনা নেই।
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
This website uses cookies.